শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

থাইল্যান্ডে চিকিৎসাধীন ফালু, শারীরিক অবস্থার উন্নতি

by ঢাকাবার্তা
আলহাজ মোসাদ্দেক আলী ফালু

ঢাকাবার্তা ডেস্ক ।। 

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিডিয়া টাইকুন ও রাজনীতিক আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালু। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানা গেছে। গত ৯ জুন তিনি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মোসাদ্দেক আলী ফালু বেসরকারী টেলিভিশন এনটিভি ও আরটিভির প্রতিষ্ঠাতা। দৈনিক আমার দেশও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। একসময় ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যানও ছিলেন তিনি।

শুক্রবার মোসাদ্দেক আলী ফালুর বড় ভাই ও খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার নূরউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে তার ছোটভাই আগের চেয়ে ভালো আছেন। হঠাৎ করেই কয়েক দিন আগে তিনি অসুস্থ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

নূরউদ্দিন আহমেদ জানান, তার মাথা ঘোরায় ও বমি হয়। কখনো কখনো অজ্ঞান হয়ে যায়। তবে ফালুর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।

ফালুর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন নূরউদ্দিন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net