রবিবার, নভেম্বর ৩, ২০২৪

দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ নিহত ৯

শুক্রবার রাফাহ শহরের পশ্চিম তেল সুলতান পাড়ার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

by ঢাকাবার্তা ডেস্ক
Israel attacks south Gaza

বিদেশ ডেস্ক।।

দক্ষিণ গাজা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ছয় শিশুসহ অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে শনিবার (২০ এপ্রিল) জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার রাফাহ শহরের পশ্চিম তেল সুলতান পাড়ার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হাসপাতালের তথ্যে দেখা গেছে, ছয় জন শিশু ও দুই জন নারীসহ একজন পুরুষের মরদেহ রাফাহ-র আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহতের স্বজন বারহৌম বলেন, এটি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বর্জিত একটি বিশ্ব। বাস্তুচ্যুত মানুষ, নারী ও শিশুদের ভরা একটি বাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯০১ জন। অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

 

আরও পড়ুন: ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net