সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

‘দশম অবতার’ সিনেমার জন্য প্রশংসিত জয়া

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’

by ঢাকাবার্তা ডেস্ক
‘দশম অবতার’ সিনেমার জন্য প্রশংসিত জয়া

বিনোদন ডেস্ক।।

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’। পরিচালকের কপ ইউনিভার্সের নতুন সিনেমাটিতে মনোবিদের চরিত্রের অভিনয় করেছেন জয়া আহসান। ছবিটি মুক্তির পর বাংলাদেশি অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো।

‘দশম অবতার’ তারকাবহুল সিনেমা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও ছবিটিতে আছেন অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তর মতো অভিনয়শিল্পীরা। ছবিটিতে একমাত্র গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন জয়া। তবে এত তারকার ভিড়ে তিনি ঠিকই নিজের জাত চিনিয়েছেন বলে মন্তব্য করেছে আনন্দবাজার পত্রিকা।

একটা ধরতে না ধরতেই পরিচালকের অন্য বাউন্সার তৈরি। সেসব থেকে ফুরসত পেলে যীশুর কাণ্ডকারখানা ব্যস্ত রাখবে দর্শককে। এত কিছুর মধ্যে জায়গা করে নিতে হয়েছে জয়াকে এবং তিনি সেটা দিব্যি পেরেছেন। এক ইঞ্চিও নিজের জমি ছাড়েননি। দর্শক যাতে হল থেকে বেরিয়ে তাঁকে মনে রাখেন, তা নিশ্চিত করেছেন জয়া।’

সংবাদ প্রতিদিন পত্রিকার প্রিন্ট সংস্করণে জয়া অভিনীত ‘মৈত্রেয়ী’ চরিত্রটি সম্পর্কে বলা হয়েছে, ‘জয়া হলেন তিনজন পুরুষ চরিত্রের মধ্যে “ব্রিজ ওভার ট্রাবলড ওয়াটার” গানটার মতো। কিন্তু এই সেতু চুরমার করে দেওয়ার ক্ষমতাও তাঁরই হাতে। শুরু থেকে তাঁর অভিনয়ে রয়েছে ডুয়ালিটি। কখনো তিনি নড়বড়ে, কখনো সর্পিল বিদ্যুল্লতা, কখনো বিসর্জনের মতো করুণ।’

অন্যদিকে হিন্দুস্তান টাইমস বাংলা লিখেছে, ‘সিরিয়াল কিলার-পুলিশ আর রক্তের গন্ধ মেশা এই খেলায় “পেলব” সুর হয়ে ধরা দিয়েছেন জয়া।’ পশ্চিমবঙ্গের আরেকটি গণমাধ্যম এই সময় তো সিনেমায় জয়া আহসানের পারফরম্যান্সকে তুলনা করেছে সাবেক অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান মাইকেল বেভানের সঙ্গে। জয়া সম্পর্কে পত্রিকাটি লিখেছে, ‘“দশম অবতার”-এর মাইকেল বেভান জয়া আহসান। পন্টিংদের খারাপ দিনে বেভান যেভাবে একা লড়ে যেতেন, এই ছবিতে জয়াও তাই। জয়ার অভিনয় দশম অবতার-এর ওপর বিশ্বাস দৃঢ় করে।’

 

আরও পড়ুনঃ জায়েদ খান বললেন যারা আমাকে নিয়ে ট্রল করে, তাদের গরু জবাই করে খাওয়াতে ইচ্ছা হয়

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net