সোমবার, এপ্রিল ২১, ২০২৫

দীপিকার জন্মদিনে ভালো করে জানুন দীপিকাকে

দীপিকা পাড়ুকোন খুবই ‘পারিবারিক একজন মানুষ’। তাঁর বাবা প্রকাশ পাড়ুকোন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় ও মা উজ্জ্বলা পাড়ুকোন ট্রাভেল এজেন্ট। দীপিকার বোন আনিশা পাড়ুকোন পেশাদার গলফার।    

by ঢাকাবার্তা ডেস্ক
দীপিকার জন্মদিনে ভালো করে জানুন দীপিকাকে

বিনোদন ডেস্ক।।

আজ বলিউডের ‘মাস্তানি’ দীপিকা পাড়ুকোনের জন্মদিন গিয়েছে। ৩৮ বছরে পা দিলেন অভিনেত্রী। অভিনয় ও সৌন্দর্য—সব জায়গায় এগিয়ে এই তারকা। জন্মদিনে আবার জেনে নিই জানা–অজানা দীপিকাকে। এই অভিনেত্রীর পছন্দ, অপছন্দ ও সব অভ্যাসকে। দীপিকা পাড়ুকোন খুবই ‘পারিবারিক একজন মানুষ’। তাঁর বাবা প্রকাশ পাড়ুকোন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় ও মা উজ্জ্বলা পাড়ুকোন ট্রাভেল এজেন্ট। দীপিকার বোন আনিশা পাড়ুকোন পেশাদার গলফার।

। দীপিকা পাড়ুকোন খুবই ‘পারিবাদিক একজন মানুষ’। তাঁর বাবা প্রকাশ পাড়ুকোন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় ও মা উজ্জ্বলা পাড়ুকোন ট্রাভেল এজেন্ট।। ঢাকাবার্তা।।

। দীপিকা পাড়ুকোন খুবই ‘পারিবাদিক একজন মানুষ’। তাঁর বাবা প্রকাশ পাড়ুকোন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় ও মা উজ্জ্বলা পাড়ুকোন ট্রাভেল এজেন্ট।। ঢাকাবার্তা।।

দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোন প্রথম ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বিজয়ী হন। ১৯৮০ সালে তিনি ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১ নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হন। ছবিতে বাবার কোলে ছোট্ট দীপিকা পাড়ুকোন। দীপিকা নিজেও ভালো ব্যাডমিন্টন খেলেন

 ছবিতে বাবার কোলে ছোট্ট দীপিকা পাড়ুকোন। দীপিকা নিজেও ভালো ব্যাডমিন্টন খেলেন।। ঢাকাবার্তা।।

ছবিতে বাবার কোলে ছোট্ট দীপিকা পাড়ুকোন। দীপিকা নিজেও ভালো ব্যাডমিন্টন খেলেন।। ঢাকাবার্তা।।

ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে ২০১৮ সালের ১৪ নভেম্বরে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে কনকানি রীতি মেনে

ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে ২০১৮ সালের ১৪ নভেম্বরে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে কনকানি রীতি মেনে।। ঢাকাবার্তা।।

ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে ২০১৮ সালের ১৪ নভেম্বরে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে কনকানি রীতি মেনে।। ঢাকাবার্তা।।

 

দীপিকা প্রথম যখন কাজের জন্য মুম্বই আসেন, তখন তিনি নিজের এক কাকিমার বাড়িতে থেকেছিলেন দীর্ঘদিন। এরপর একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকা শুরু করেন দীপিকা। ধীরে ধীরে অর্থ উপার্জন করে বান্দ্রায় নিজের নামে প্রথম অ্যাপার্টমেন্ট কেনেন দীপিকা

দীপিকা প্রথম যখন কাজের জন্য মুম্বই আসেন, তখন তিনি নিজের এক কাকিমার বাড়িতে থেকেছিলেন দীর্ঘদিন। এরপর একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকা শুরু করেন দীপিকা।। ঢাকাবার্তা।।

দীপিকা প্রথম যখন কাজের জন্য মুম্বই আসেন, তখন তিনি নিজের এক কাকিমার বাড়িতে থেকেছিলেন দীর্ঘদিন। এরপর একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকা শুরু করেন দীপিকা।। ঢাকাবার্তা।।

লেখা বাহুল্য, দীপিকা কড়া ডায়েটে থাকেন। দীপিকার দিনের শুরু হয় এক গ্লাস হালকা গরম পানি দিয়ে। এরপর সকালের নাশতায় দীপিকা সুষম ডায়েট মেনে চলেন। সেখানে থাকে ডিমের সাদা অংশ, লো ফ্যাট দুধ ও কিছু ফল। মাঝেমধ্যে অবশ্য ডায়েট ভেঙে দক্ষিণি খাবার খেতে ভালোবাসেন দীপিকা

 লেখা বাহুল্য, দীপিকা কড়া ডায়েটে থাকেন।। ঢাকাবার্তা।।

লেখা বাহুল্য, দীপিকা কড়া ডায়েটে থাকেন।। ঢাকাবার্তা।।

 

দীপিকা ডায়েটে থাকলেও বাইরে ভ্রমণে গেলে নাকি ডায়েট ভোলেন তিনি। কাজের সূত্রে তাঁকে ঘুরে বেড়াতে হয় সমগ্র পৃথিবী। তাই তিনি যেখানে যাচ্ছেন, সেখানকার স্থানীয় খাবার চেখে দেখতে পছন্দ করেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতা কখনো ভালো হয়, কখনো হয় মন্দ। তবে পৃথিবীর বিভিন্ন জায়গায় স্থানীয় খাবার চেখে দেখা তাঁর খুব পছন্দের

দীপিকা ডায়েটে থাকলেও বাইরে ভ্রমণে গেলে নাকি ডায়েট ভোলেন তিনি।। ঢাকাবার্তা।।

দীপিকা ডায়েটে থাকলেও বাইরে ভ্রমণে গেলে নাকি ডায়েট ভোলেন তিনি।। ঢাকাবার্তা।।

 

দীপিকার প্রিয় খাবারের তালিকা শুনলে অবাক হবেন। দীপিকার প্রিয় খাবার রসম রাইস। দক্ষিণি এই খাবার দীপিকার খুব প্রিয়। সেই সঙ্গে তিনি ভালোবাসেন মিষ্টি খেতে। চকলেট থেকে শুরু করে আইসক্রিম, সবই দীপিকার প্রিয়

দীপিকার প্রিয় খাবারের তালিকা শুনলে অবাক হবেন। দীপিকার প্রিয় খাবার রসম রাইস।। ঢাকাবার্তা।।

দীপিকার প্রিয় খাবারের তালিকা শুনলে অবাক হবেন। দীপিকার প্রিয় খাবার রসম রাইস।। ঢাকাবার্তা।।

 

শুটিং থেকে শুরু করে নানা কাজের জন্য দীপিকাকে প্রায় সময় বাইরে যেতে হয়, থাকতে হয় হোটেলের ঘরে। আর রুম পেয়ে দীপিকা প্রথমে যেটি করেন, তা হলো গোছগাছ করা। ঘরে যদি কোনো আর্টিকেল বা পত্রিকা থাকে, যা দীপিকার মানসিক শান্তি নষ্ট করবে; সেগুলো সরিয়ে ফেলেন দীপিকা। এমনকি ঘরের আসবাবেরও নিজের সুবিধামতো স্থান পরিবর্তন করে নেন তিনি

শুটিং থেকে শুরু করে নানা কাজের জন্য দীপিকাকে প্রায় সময় বাইরে যেতে হয়, থাকতে হয় হোটেলের ঘরে। আর রুম পেয়ে দীপিকা প্রথমে যেটি করেন, তা হলো গোছগাছ করা। ঢাকাবার্তা।।

শুটিং থেকে শুরু করে নানা কাজের জন্য দীপিকাকে প্রায় সময় বাইরে যেতে হয়, থাকতে হয় হোটেলের ঘরে। আর রুম পেয়ে দীপিকা প্রথমে যেটি করেন, তা হলো গোছগাছ করা। ঢাকাবার্তা।।

 

দীপিকা জীবন চালান নিয়ম মেনে। কখনো বাড়ির বাইরে বেরতে হলে তাঁর অভ্যাস প্রচুর জিনিস নিয়ে বেরোনো। দীপিকার ব্যাগে যেমন থাকে তাঁর প্রিয় ফেস মিস্ট, সানস্ক্রিন, তেমনি থাকে বাড়ির চাবি, ছোট ছোট ব্যাগে করে প্রয়োজনীয় জিনিস।

দীপিকা বলেন, পোশাক ছাড়া সবই নাকি পাওয়া যাবে তাঁর ব্যাগে

 

আরও পড়ুন: সন্তান ও সন্তানের বাবা কে তা নিয়ে মুখ খুললেন ইলিয়ানা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net