শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

দুই ভাইয়ের গোলে কোপা দেল রে থেকে বার্সার বিদায়

৩০ মিনিটে সমতা ফেরান রবের্ত লেভানডোভস্কি। স্কোর ২-১ করেন ইয়ামাল। 

by ঢাকাবার্তা ডেস্ক
দুই ভাইয়ের গোলে কোপা দেল রে থেকে বার্সার বিদায়

খেলা ডেস্ক।।

মৌসুমটায় স্বস্তিতে নেই বার্সেলোনা। লা লিগায় শীর্ষে থাকা জিরোনার চেয়ে পিছিয়ে ৮ পয়েন্টে। এবার বিদায় নিলো কোপা দেল রে থেকেও। কোয়ার্টার ফাইনালে অ্যাথলেতিক বিলবাওর কাছে ৪-২ গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। প্রথম মিনিটের গোলে অগ্রগামিতা পেয়েছিল বিলবাও। গোল করেন গোর্কা গুরুজেতা। তার পর অবশ্য দুই গোলে বার্সা নিজেদের অবস্থান সম্ভাবনাময় করে তুলে। ৩০ মিনিটে সমতা ফেরান রবের্ত লেভানডোভস্কি। স্কোর ২-১ করেন ইয়ামাল।

তার পরেও হাল ছেড়ে দেয়নি বিলবাও। ৪৯ মিনিটে ওইহান সানসেতের গোলে সমতা ফেরায় তারা। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে ম্যাচটা নিজেদের করে নেয় বিলবাও। গোল করেন দুই ভাই ইনাকি উইলিয়ামস ও নিকো উইলিয়ামস। অথচ পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল জাভির দল। তুলনায় আক্রমণে বেশি ভয়ানক ছিল বিলবাও। গোল বরাবর ২৭টি শট নিয়েছে তারা। তবে নির্ধারিত সময়ের শেষ দিকে ১৬ বছর বয়সী ইয়ামালের বার্সাকে সেমিফাইনালে তোলার সুযোগ হয়েছিল। গোলরক্ষককে কাটাতে পারলেও লক্ষ্যে রাখতে পারেননি বল। বার্সার পরাজয়ে রিয়াল মাদ্রিদসহ দুই জায়ান্টই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net