বিদেশ ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর রবিবার (১৭ ডিসেম্বর) দুর্ঘটনার কবলে পড়েছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বের হওয়ার সময় একটি সেডান গাড়ি বাইডেনের গাড়িবহরের একটিকে ধাক্কা দিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর এই খবর জানিয়েছে। ডেলাওয়্যারে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরে থাকা সিক্রেট সার্ভিসের গাড়ির সঙ্গে সংঘর্ষে একটি সেডান কার বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ৪০ মিটার কাছাকাছি ছিলেন বাইডেন।
ডেলাওয়্যারের উইলমিংটনের পুনঃনির্বাচনী প্রচারাভিযানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। এসময় জিল বাইডেন আশপাশে জড়ো হওয়া মানুষদের সঙ্গে বড়দিনের ছুটির শুভেচ্ছা বিনিমিয় করছিলেন। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে বাইডেনকে নিয়ে উইলমিংটনের বাসভবনের দিকে রওনা হন এবং সাংবাদিকদের দ্রুত সরিয়ে নেন। এরপর দ্রুত বন্দুক নিয়ে চালকসহ সেডান গাড়িটি ঘিরে ফেলেন তারা।
এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি দুজনেই ভালো আছেন।’ তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।
আরও পড়ুন: বিশ্বের বৃহত্তম অফিসের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি