রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য : পলক

by ঢাকাবার্তা
জুনাইদ আহ্‌মেদ পলক

স্টাফ রিপোর্টার ।। 

“দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য,”—এমন মন্তব্য করে আয়মান সাদিককে ইঙ্গিত করলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে আয়মান সাদিক যে পোস্ট করেছিলেন, সেই কারণে টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত নেয়ার গুঞ্জন রয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হলো।’ এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “বিনিয়োগ প্রস্তাব বাতিলের কারণ আমরা প্রকাশ করতে পারব না, কারণ এটি আমাদের নৈতিকতা এবং চুক্তির বিরোধী।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের বিনিয়োগের প্রক্রিয়া সম্পর্কে কিছু বিধি-নিষেধ আছে। টেন মিনিট স্কুলের প্রস্তাব বাতিলের কারণ আমরা প্রকাশ করতে পারি না, কারণ এটি অন্য বিনিয়োগকারীদেরও প্রভাবিত করতে পারে।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net