ঢাকাবার্তা ডেস্ক ।।
বিশ্ববরেণ্য স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম নিলামে বিক্রি হয়েছে। তাঁর ১৯৩২ সালে আঁকা ‘উইমেন উইথ আ ওয়াচ’ চিত্রকর্মটি ১ হাজার ৫২৯ কোটি টাকায় (১৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার) নিলামে বিক্রি হয়েছে।
এটি পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো ছবি বলে জানিয়েছে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স।
নীল পটভূমির চিত্রকর্মটিতে দেখা গেছে, সিংহাসনের মতো চেয়ারে বসে আছেন এক নারী। বিশেষজ্ঞরা ওই নারীকে ফরাসি শিল্পী মারি–তেরেস ওয়ালতের বলে চিহ্নিত করেছেন। মারি–তেরেস পিকাসোর প্রেমিকা ছিলেন। তাঁর অনেক চিত্রকর্মের বিষয়বস্তু ছিলেন এই নারী শিল্পী।

উইমেন উইথ আ ওয়াচ
মারি–তেরেস পিকাসোর অনেক চিত্রকর্মেরই বিষয়বস্তু হয়েছিলেন। এর মধ্যে ১৯৩২ সালের ‘ন্যুড রিক্লাইনিং উইমেন’ চিত্রকর্মের বিষয়বস্তুও তিনি ছিলেন। এই চিত্রকর্ম ২০২২ সালের নিলামে ৬ কোটি ৭৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
নিলামে বিক্রি হওয়া পিকাসোর সবচেয়ে দামি চিত্রকর্মটি হলো ‘লেস ফেমিস ডি’আলজার’ (উইমেন অব আলজিয়ার্স)। ২০১৫ সালে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি ১৭ কোটি ৯৩ লাখ ডলারে ওই চিত্রকর্ম বিক্রি করেছিল।
পিকাসো ১৮৮১ সালে স্পেনের মালাগায় জন্মগ্রহণ করেন। তিনি বড় হয়েছেন বার্সেলোনায়। পরে পিকাসো ১৯০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে যান। সেখানেই তিনি বিংশ শতাব্দীর অন্যতম সেরা চিত্রশিল্পী হিসেবে নিজেকে মেলে ধরেন।