রংপুর প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘সাধারণভাবে মানুষ খুব ভালো নেই। এবার সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারছে না। সবার আশা ছিল দেশের মানুষ নতুন কাপড় পরবে, সবাই আনন্দে উৎসবের মধ্যে দিয়ে ঈদ উদযাপন করবে। সেই পরিস্থিতি দেশে এখন নেই।’
সোমবার (১৭ জুন) রংপুর নগরীর মডেল মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘দেশের বেশিরভাগ মানুষ অর্থ কষ্টে আছে। উৎসবে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারছে না। তারা বিভিন্নভাবে কষ্টে দিন যাপন করছে।’
তিনি বলেন, ‘’সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আমরা কিছুটা হলেও হতাশ। এখন পর্যন্ত গরিব মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে। যারা চাকরির অভাবে বেকার জীবন যাপন করছে তাদের অসহায়ত্ব দূর করার জন্য জিনিষপত্রের দাম কমানো এবং বেকারদের চাকরির জন্য পদ সৃষ্টির তেমন উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না- এটা দুঃখজনক।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা আশা করবো, সরকার দেশের এই দুর্বিষহ অবস্থা থেকে জনগণকে বাঁচাতে এগিয়ে আসবে। জনগণ যে দেশের জন্য স্বপ্ন দেখেছিল সুন্দর একটা বৈষম্যহীন দেশ যে দেশে আমরা অন্যায় অত্যাচার নিপীড়নের শিকার হবো না- সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি।’
তিনি সরকারকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। ঈদ উপলক্ষে তিনি তার নির্বাচনি এলাকা রংপুর সদর আসনসহ পুরো দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
এর আগে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে তিনি মডেল মসজিদে আসেন। নামাজ আদায় শেষে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, জেলা প্রশাসক মোবাশ্বের হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।