বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

‘দেশে ওয়েস্টার্ন সাহিত্যে নতুন জাগরণ সৃষ্টি হবে’

by ঢাকাবার্তা
মাসুদ আনোয়ারের বেপরোয়ার মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ।। 

বাংলাদেশে ওয়েস্টার্ন সাহিত্যে নতুন করে জাগরণ সৃষ্টি হবে। এ ধারায় দীর্ঘদিন ধরে একটি শূন্যতা তৈরি হয়ে ছিল। এখন বেশ কিছু প্রকাশনা-সংস্থা নতুন করে ওয়েস্টার্ন প্রকাশে এগিয়ে এসেছে। ফলে নতুন-পুরনো সব বয়সী পাঠকের মধ্যে সাড়া পড়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনস্থ বেঙ্গলবুকস কার্যালয়ে অনুষ্ঠিত নতুন রোমাঞ্চকর ওয়েস্টার্ন উপন্যাস ‘বেপরোয়া’র প্রকাশনা উৎসবে এমন মত দিয়েছেন বক্তারা।

মাসুদ আনোয়ারের বেপরোয়া

মাসুদ আনোয়ারের বেপরোয়া

অনুষ্ঠানের প্রধান অতিথি ‘বেপরোয়া’র লেখক মাসুদ আনোয়ার জানান, দীর্ঘ ৪ বছর পর তিনি নতুন করে ওয়েস্টার্ন লিখেছেন। ব্যাপক সাড়া পড়েছে। এতে তিনি খুবই উৎসাহিত হয়েছেন। এখন ওয়েস্টার্ন লেখায় আবার তিনি নিয়মিত হবেন বলেও জানান। বৃষ্টি উপেক্ষা করে প্রকাশনা উৎসবে ওয়েস্টার্নপ্রেমী অনেক পাঠক উপস্থিত ছিলেন। এ সময় অনেকেই প্রিয় লেখকের অটোগ্রাফ সংগ্রহ করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাসুদ আনোয়ার ও রওশন জামিল

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাসুদ আনোয়ার ও রওশন জামিল

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খ্যাতনামা ওয়েস্টার্ন লেখক ও অনুবাদক রওশন জামিল। তিনি জানান, ‘বেপরোয়া’র প্রকাশনার মধ্য দিয়ে দেশে পাঠকদের মধ্যে নতুন করে জোয়ার সৃষ্টি হয়েছে। তিনি তার অতীত দিনে ফিরে যেতে চান। পাঠকদের মধ্যে এ উৎসাহ-উদ্দীপনা জারি থাকলে আবার কলম হাতে সক্রিয় হতে চান তিনি।

উল্লেখ্য, নান্দনিক প্রচ্ছদ আর চকচকে কাগজে ঝকঝকে ছাপা ‘বেপরোয়া’ উপন্যাসটি প্রকাশ করেছে বেঙ্গলবুকস। ৪৮০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২৮০ টাকা। বেঙ্গলবুকস-এর পেইজ ছাড়াও বিবিধ, রকমারি, বাতিঘরসহ দেশের অভিজাত বইবিপণিগুলোতে বইটি পাওয়া যাচ্ছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net