রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

দেশে ফিরে ছাদখোলা বাসে বাফুফের পথে সাফজয়ী নারী দল

সাফজয়ী নারী দলকে স্বাগত জানাতে বাফুফে ভবনে আছেন সংস্থাটির নতুন সভাপতি তাবিথ আউয়াল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেওয়া হবে।

by ঢাকাবার্তা
ছাদখোলা বাসে সাফজয়ীরা

স্টাফ রিপোর্টার ।। 

স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নের মুকুট জেতার পরের দিন দুপুরে দেশে ফিরেছেন সাবিনা-ঋতুপর্ণারা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল।

বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। ছাদখোলা বাসে নারী দলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়ে যাওয়া হচ্ছে। বিকাল ৪টার দিকে বাফুফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাসটি। বাসে দাঁড়িয়ে হাত নাড়িয়ে উপস্থিত ফুটবলপ্রেমীদের অভিন্দনের জবাব দিচ্ছেন ফুটবলাররা।

নারী দলকে স্বাগত জানাতে বাফুফে ভবনে আছেন সংস্থাটির নতুন সভাপতি তাবিথ আউয়াল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে নারী দলকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন কোচ ও অধিনায়ক।

২০২২ সালে নেপালকে হারিয়েই প্রথমবারের মতো সাফ জয়ের স্বাদ নেন বাংলাদেশের মেয়েরা। সেবারও ছাদখোলা বাসে নারী দলকে বিমানবন্দর থেকে বাফুফে নিয়ে যাওয়া হয়। যদিও এমন প্রস্তুতি ছিল না বাফুফের। ছাদখোলা বাস নিয়ে মিডফিল্ডার সানজিদা আক্তারের এক ফেসবুক পোস্টের পর প্রস্তুত করা হয় বাসটি। এবারও নারী দলের ফুটবলাররা বিষয়টি মনে করিয়ে করিয়েছিলেন।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ দলের দুপুর ২টা ১৫ মিনিটে আসার কথা থাকলেও কিছুক্ষণ পরে এসে পৌঁছায়। এর বেশ আগেই ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়। পৌনে একটার দিকে ফুল দিয়ে সাজানো শুরু হয় বাসটি। বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা বিমানবন্দরে এসেছেন শিরোপাজয়ীদের বরণ করে নিতে। আগেরবার সাবিনাদের বরণ করে নিতে বিমানবন্দরে অনেক ফুটবলভক্ত হাজির হয়েছিলেন, এবার সংখ্যাটা কম।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net