শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে

পাঠ্যবইতে যার নমুনা আমরা দেখতে পাচ্ছি। তাই সরকারের কাছে আমাদের ঈমানী দাবি হচ্ছে, আমাদের নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে জাতীয় শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

by ঢাকাবার্তা ডেস্ক
ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে

ঢাকাবার্তা ডেস্ক।।

কওমি মাদ্রাসাভিত্তিক বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ইসলাম ধর্ম শিক্ষা অর্জনকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। আমাদের রাসূল এর প্রত্যেক উম্মতের জন্য ধর্মীয় শিক্ষা ফরজ বলে ঘোষণা করেছেন। তাই প্রত্যেক বাবা-মায়ের উচিত সন্তানদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা। প্রত্যেকটি সমাজের উচিত ধর্মীয় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। কিন্তু বর্তমান শিক্ষাব্যবস্থা হচ্ছে, ইসলাম ও মুসলমানদের ধ্বংস করতে ব্রিটিশরা যে শিক্ষাব্যবস্থা চালু করেছিল সেটার নতুন সংস্করণ। পাঠ্যবইতে যার নমুনা আমরা দেখতে পাচ্ছি। তাই সরকারের কাছে আমাদের ঈমানী দাবি হচ্ছে, আমাদের নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে জাতীয় শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর চট্টলার দীন-দরদি সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিবসের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাফেজ মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনা মাওলানা কারী ইছহাকের তেলাওয়াত এবং মাওলানা কারী মুঈনুদ্দীনের উদ্বোধনের মাধ্যমে প্রথম দিবসের কার্যক্রম শুরু হয়। তাফসীর মাহফিলে মাওলানা হাবীবুর রহমান কাসেমী, মাওলানা ওসমান ফয়েজী, মাওলানা মোহাম্মদ শফী ও মাওলানা শেহাব উদ্দীনের ধারাবাহিক সভাপতিত্ব করেন।

 

আরও পড়ুন: সুরা ইউসুফে মানবজাতির জন্য বিশেষ নির্দেশনা ও শিক্ষা নিহিত রয়েছে

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net