শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ধানমন্ডিতে পুলিশ বক্সে অটোরিকশা চালকদের হামলা

তিনজন অটোচালককে আটক করে ধানমন্ডি থানায় দুপুর ২টায় নিয়ে আসে পুলিশ। পরে বিকাল আনুমানিক সাড়ে ৪টায় পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটে।

by ঢাকাবার্তা ডেস্ক
ধানমন্ডিতে পুলিশ বক্সে অটোরিকশা চালকদের হামলা

রাজধানী ডেস্ক।।

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেছে অটোরিকশা চালকরা। এ ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. আব্দুল মান্নাত গণমাধ্যমকে  বলেন, সংশ্লিষ্ট থানা এলাকায় ট্রাফিক পুলিশ অটোরিকশার কাগজপত্র পরীক্ষা করে গাড়ি আটকে দিলে তাদের সঙ্গে ট্রাফিক পুলিশ এর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনজন অটোচালককে আটক করে ধানমন্ডি থানায় দুপুর ২টায় নিয়ে আসে পুলিশ। পরে বিকাল আনুমানিক সাড়ে ৪টায় পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোহেল রানা বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেন। এতে চালকরা একত্র হয়ে অতর্কিতভাবে পুলিশের ট্রাফিক বক্সে হামলা করে। এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আর বলেন, এ ঘটনার পর ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমি উপস্থিত হয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

আরও পড়ুন: রাজধানীর পুরান ঢাকায় বাজারে আগুন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net