সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

নতুন দায়িত্বে ডোনাল্ড, সঙ্গী ডমিঙ্গো

ডোনাল্ডের নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে লায়ন্স। পোস্টে লায়ন্স লিখেছে, ‘প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের কোচিং স্টাফে নিযুক্ত হয়েছেন। স্বাগতম, অ্যালান।’

by ঢাকাবার্তা ডেস্ক
নতুন দায়িত্বে ডোনাল্ড, সঙ্গী ডমিঙ্গো

খেলা ডেস্ক।।

বাংলাদেশের দায়িত্ব ছাড়ার সময় গুঞ্জন ছিল শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব নিবেন অ্যালান ডোনাল্ড। তখন অবশ্য এ বিষয়ে কিছু পরিস্কার করে বলেননি তিনি। তবে পরিবারের কাছাকাছি থেকে চাকরি করার ইচ্ছার কথা জানিয়েছিলেন তাসকিনদের সাবেক গুরু। এবার তার সেই স্বপ্ন পূরণ হলো। শ্রীলঙ্কা নয় নিজ দেশ দক্ষিণ আফ্রিকাতেই নিজের নতুন কর্মক্ষেত্র খুঁজে নিয়েছেন ডোনাল্ড। দেশটির ঘরোয়া ক্লাব ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের কোচিং স্টাফ দলে যুক্ত হয়েছেন তিনি।

ডোনাল্ডের নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে লায়ন্স। পোস্টে লায়ন্স লিখেছে, ‘প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের কোচিং স্টাফে নিযুক্ত হয়েছেন। স্বাগতম, অ্যালান।’ লায়ন্সের হেড কোচ ডোনাল্ডের স্বদেশী রাসেল ডমিঙ্গো। দুজনে একসঙ্গে বাংলাদেশ দলেও দায়িত্ব পালন করেছেন। এবার লায়ন্সে পুনর্মিলিত হলেন তারা। সাবেক তারকা ব্যাটার হাশিম আমলা দলটির ব্যাটিং কোচ।

এর আগে ওয়ানডে বিশ্বকাপ শেষে অনেকটা অভিমান নিয়েই বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন ৭২ টেস্টে ৩৩০ উইকেট নেওয়া সাবেক এই প্রোটিয়া পেসার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের পেসারদের দায়িত্ব নেন ডোনাল্ড। ওয়ানডেতে ১৭৪ ম্যাচ খেলে ২৭২ উইকেট নেওয়া সাদা বিদ্যুৎ হিসেবে খ্যাত এই পেসারের অধীনে গত এক বছরে টাইগার পেসারদের উন্নতি ছিল চোখে পড়ার মতো।

 

আরও পড়ুন: গুজরাট ছেড়ে মুম্বাইতে ফিরছেন হার্দিক

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net