রবিবার, মার্চ ১৬, ২০২৫

নভেম্বরে সড়কে ৫৪১ দুর্ঘটনায় নিহত ৪৬৭, আহত ৬৭২

নভেম্বর মাসে সারা দেশে ৫৪১টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬৭ জন নিহত এবং ৬৭২ জন আহত হয়েছেন।

by ঢাকাবার্তা ডেস্ক
নভেম্বরে সড়কে ৫৪১ দুর্ঘটনায় নিহত ৪৬৭, আহত ৬৭২

স্টাফ রিপোর্টার।।

নভেম্বর মাসে সারা দেশে ৫৪১টি সড়কে দুর্ঘটনায় অন্তত ৪৬৭ জন নিহত এবং ৬৭২ জন আহত হয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এই তথ্য দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে ৩৭৬ জন বা ৮০ দশমিক ৫১ শতাংশের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু বেড়েছে। অক্টোবরে ৪৫৮টি দুর্ঘটনায় কমপক্ষে ৪২১ জন নিহত হন।

নভেম্বরে মোটরসাইকেল সংক্রান্ত ২০৭টি দুর্ঘটনায় ১৮১ জন নিহত হয়েছেন, যা গত মাসে সড়কে মোট মৃত্যুর ৩৮ দশমিক ৭৫ শতাংশ।এছাড়া গত মাসে ১০৬ পথচারী নিহত হয়েছেন, যা ওই মাসে মোট মৃত্যুর ২২ দশমিক ৬৯ শতাংশ। রোড সেফটি ফাউন্ডেশন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য সংগ্রহ করেছে।

 

আরও পড়ুন: মুন্সিগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net