সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

নয়াপল্টনে আপত্তি, বিএনপিকে অন্য ভেন্যু দিতে চায় পুলিশ

অন্য কোনও ভেন্যু হলে পুলিশ অনুমতি দেবে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র নিশ্চিত করেছে

by ঢাকাবার্তা ডেস্ক
নয়াপল্টনে আপত্তি, বিএনপিকে অন্য ভেন্যু দিতে চায় পুলিশ

রাজনীতি ডেস্ক।।

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বিএনপির পক্ষ থেকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি দিতে আপত্তি জানিয়েছে পুলিশ। অন্য কোনও ভেন্যু হলে পুলিশ অনুমতি দেবে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘যেখানে অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। আমরা আশা করি সেই দায়িত্বশীলতার জায়গায় তারা থাকবে।’

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘শর্ত মেনে তারা যেন সমাবেশ করে। ঢাকা শহরে যেকোনও রাজনৈতিক দলের সমাবেশ মাঠে করাই শ্রেয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটিই আমরা বলেছি।’

অনড় বিএনপি

২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে জনতার অধিকার পার্টি নামে একটি সংগঠনের আলোচনা সভায় তিনি বলেন, ‘সোজা কথা, আমরা সমাবেশ করবো। যেখানে (নয়া পল্টনে) করার কথা, সেখানে করবো। সেটা পুলিশের অনুমতি নিয়ে করতে হবে, সংবিধানের কোথায় আছে?’

একই কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শনিবার (২৮ অক্টোবর) ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এটাই উপযুক্ত জায়গা। এখানে আমরা একাধিকবার শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা জানান, যেকোনও রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ কোনও বাধা দেবে না। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে সড়কে বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে কঠোর হাতে তা দমন করা হবে।

 

আরও পড়ুনঃ ছাত্রদল নেতা শ্রাবণকে তুলে নেয়ার অভিযোগ বিএনপির

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net