রাজনীতি ডেস্ক।।
বিএনপির মহাসমাবেশে যোগ দিতে সুদূর বান্দরবান থেকে ঢাকায় নয়াপল্টন এসেছেন চার যুবক। পুলিশি হয়রানির ভয়ে আবাসিক হোটেলে উঠেননি তারা। সোজা চলে এসেছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সারাদিনের ক্লান্তি দূর করতে রাত ১২টার দিকে কার্যালয় সংলগ্ন ভিক্টরি হোটেলের সামনে ফুটপাতে কাগজ বিছিয়ে শুয়ে পড়েন তারা। বান্দরবানের চার যুবকের মতো সারাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী এসেছেন নয়াপল্টনে। রাস্তায় রাত কাটিয়েছেন তারা।
শুক্রবার বিকালে ঢাকায় এসেছেন জয়পুরহাটের পাঁচবিবি থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাজিয়া সুলতানা। হোটেল কিংবা স্বজনদের বাসা বাড়িতে না উঠে সোজা চলে এসেছেন নয়াপল্টনে। রাতেও তিনি এখানে ছিলেন। বাগেরহাটের খানজাহান আলী থেকে এসেছেন থানা সভানেত্রী মেহেরুন। তিনিও রাতে নয়াপল্টনেই ছিলেন।
শুধু নারী নেত্রীরাই নন। দূর দুরান্ত থেকে এসেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। অনেকেই হাতের ব্যাগকে মাথার বালিশ বানিয়ে রাস্তায় শুয়ে পড়েছিলেন।
কুমিল্লার লাকসাম থেকে আসা যুবদল নেতা ইমরান হোসেন জানান, ঢাকায় ঘনিষ্ঠ স্বজনদের বাসা না থাকায় এখানেই রাত কাটিয়েছেন। হোটেলে উঠলে পুলিশি তল্লাশি ও গ্রেপ্তারের শঙ্কা থাকে। তাই গ্রেপ্তার এড়াতে নয়া পল্টনে খোলা আকাশকেই বেছে নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, জব্দ হলো লাঠি-ইট চাল-ডাল