নরসিংদীতে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে দুজন নিহতের ঘটনায় করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান ওরফে নাহিদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘ ৯ মাস পর এলাকায় ফিরে রাজনীতিতে সরব হয়েছিলেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বলেন, জোড়া খুনের মামলার ৩ নম্বর আসামি গ্রেপ্তার সিদ্দিকুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে মামলার এজাহারভুক্ত ১০ জনসহ মোট ১২ জন গ্রেপ্তার হয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।