খেলা ডেস্ক।।
পাকিস্তানের বিপক্ষে নারী টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু হলো বাংলাদেশের। নাহিদা আক্তারের অবিশ্বাস্য বোলিংয়ের পর নিগার সুলতানার ব্যাটে জয় তুলে নেয় তারা। নাহিদা ৫ উইকেট নেন। বল হাতে নিয়েই নাহিদা আক্তার ভাঙেন উদ্বোধনী জুটি। সিদ্রা আমিনকে (৪) বোল্ড করেন। পরের ওভারে মুনিবা আলীকে (১৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। পাওয়ার প্লেতে ২৫ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
বিসমাহ মারুফ ও নিদা দার হাল ধরেছিলেন। তাদের ৩১ রানের জুটি ভেঙে দেন রাবেয়া খান। নিদা ১৪ রানে বোল্ড হন। তিন বলের মধ্যে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বিসমাহ রান আউট হলে। রাবেয়ার থ্রোতে ২০ রানে ফিরে যান তিনি। একই ওভারে ইরাম জাভেদের ফিরতি ক্যাচ নেন সুলতানা। আলিয়া রিয়াজ ৫৯ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে ফিরে যান।
দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়ে আবার নাহিদা জাদু দেখান। নিজের শেষ দুই ওভারে তিন উইকেট নেন তিনি। ১৯তম ওভারে জোড়া আঘাত হানেন। তাতে ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট পাকিস্তান। লক্ষ্যে নেমে তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। মুর্শিদা খাতুনের ২৩ রানের পর নিগার সুলতানা ২৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান।
আরও পড়ুনঃ বিশ্বকাপে দ্রুততম ৪০ বলে সেঞ্চুরিতে ম্যাক্সওয়েলের রেকর্ড