সোমবার, মার্চ ১৭, ২০২৫

মোল্যা নজরুলসহ পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

by ঢাকাবার্তা
মোল্যা নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে পরিচিত চার পুলিশ কর্মকর্তাকে আটক করেছে। শুক্রবার রাতে বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম। রাজশাহী জেলা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। শেখ হাসিনার শাসনামলে তার বিরুদ্ধে খুন-গুমসহ অনৈতিকভাবে শক্তি প্রয়োগের অভিযোগ ছিল।

এছাড়া রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে পাঠায়।

মোল্যা নজরুল ও আ ক ম মোজাম্মেল হক। ফাইল ফটো

মোল্যা নজরুল ও আ ক ম মোজাম্মেল হক। ফাইল ফটো

আবুল হাসনাত বাগেরহাটের এসপি থাকাকালীন ২০২৪ সালের নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজনৈতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন।

আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে এসপি থাকাকালীন শক্তি প্রয়োগ করেন। এর আগে সিটি টিসিতে পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ রয়েছে।

নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এসপি আসাদুজ্জামানকেও রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। শনিবার দুপুরের পর তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়। এরপর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, মোল্যা নজরুলসহ কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net