বিদেশ ডেস্ক।।
নিউইয়র্কের গভর্নর হোকুল একটি নতুন বিলে সই করেছেন যাতে এখানে কেই অপরাধের শিকার হলে তাদের অর্থপ্রাপ্তি সহজ হয় এবং তারা কাউন্সেলিং সেবা পেতে পারেন। সোমবার এই বিলটি সই করেন তিনি। বিলটি আনেন স্টেট সেনেটর জেলনর মাইরি। তিনি বলেন, “জনপ্রতিনিধি হিসেবে আমাদের কমিউনিটিকে নিরাপদ রাখার চেয়ে বড় কোনো কাজ হতে পারে না। এই বিলটি আনার আগে মাইরি দেখেছেন নিউইয়র্ক অফিস অব ভিকটিম কমপেনসেশন এরই মধ্যে কতটা কি করে। অর্থসহায়তা কিংবা কাউন্সেলিংয়ের মতো সেবা দেওয়া হয় কিনা। এসব দেখেই তিনি নতুন বিলটি এসেছেন।
২০২১ ও ২০২২ সালে এখানে ৮৩০০টি জন অপরাধী তৎপরতার শিকার হয়ে এখানে রিপোর্ট করেছেন। যার মধ্যে ব্যক্তিগত জখম, হত্যাকাণ্ড, সম্পদহানির মতো ঘটনা রয়েছে। এর মধ্যে ৭৯০০টি দাবিই গ্রহণ করা হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে।
এই সব অপরাধের ঘটনা সম্পর্কিত তথ্য যাচাই করতে বিভাগের পক্ষ থেকে পুলিশের সংস্থাসমূহ, ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়, শিশু সুরক্ষা সেবা, আদালত ও অন্যান্য ক্রিমিনাল জাস্টিস এজেন্সির কাছ থেকে তথ্য সংগ্রহ করে। মাইরি’র আনা বিলে, অপরাধের শিকার ব্যক্তিকে এমন ঘটনা আদৌ ঘটেছে কিনা তা প্রমাণে আইনপ্রয়োগকারীদের যে কাগজপত্র দেওয়ার বিধান ছিলো তা বাতিল করা হয়েছে।
“কেউ একজন বুলেটবিদ্ধ হয়ে নিহত হতে পারেন, কিন্তু একটি বুলেট তাদের গোটা পরিবারের জীবনটাকেই তছনছ করে দিতে পারে না,” বলের মাইরি। তিনি জানান, বিলটি লেখার আগে তিনি কমিউনিটির মানুষের সঙ্গে কথা বলেছেন, যাতে সঠিক প্রয়োজনটি সুনিশ্চিতভাবেই এতে উঠে আসে।
নতুন আইনটি ২০২৫ এর ৩১ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে বলে গভর্নর হোকুলের দফতর থেকে পাঠানো একটি মেমোতে বলা হয়েছে। গভর্নর বলেন, তিনি এই বিলে স্বাক্ষর করেছেন কারণ তিনি জানেন, স্রেফ আইনিপ্রয়োগকারীর তরফ থেকে কাঙ্খিত সহায়তা মিলবে না, এমনটা ভেবেই অনেকে অপরাধের শিকার হয়েও তা সংশ্লিষ্ট দফতরকে জানান না।
আরও পড়ুন: আদালত জানালো জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করা বৈধ ছিলো