খেলা ডেস্ক।।
নিউজিল্যান্ডের বিপক্ষে কুইন্টন ডি কক আরেকবার ঝলক দেখালেন। আগ্রাসী ব্যাটিংয়ে বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। তার সঙ্গে রাসি ফন ডার ডুসেনও মারকুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি করেন। দুজনের দারুণ পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩৫৭ রান করেছে প্রোটিয়ারা। জিততে হলে রেকর্ড গড়তে হবে কিউইদের। বিশ্বকাপে সর্বোচ্চ ৩৪৪ রান তাড়া করে জেতার রেকর্ড আছে, যেটা এই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে করেছে পাকিস্তান।
বিশ্বকাপে আগে ব্যাটিং করলেই রানপাহাড় গড়ছে দক্ষিণ আফ্রিকা। আগের ছয় ম্যাচের চারটিতে টস জিতে ব্যাটিং নিয়ে তারা সবগুলোতে তিনশর বেশি রান করে। কেবল দুটোতে টসে হেরেছে এবং প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও পাকিস্তান তাদের ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায়। ডাচদের বিপক্ষে হেরে যায় প্রোটিয়ারা এবং পাকিস্তানের বিপক্ষে অল্পের জন্য হার এড়ায়। তবে নিউজিল্যান্ড বিস্ময়করভাবে টসে জিতে তাদের ব্যাটিংয়ে পাঠায়।
মস্ত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে কিউইরা, প্রমাণ হতে সময় লাগেনি। ৩৮ রানে টেম্বা বাভুমা (২৪) ট্রেন্ট বোল্টের শিকার হন। তারপর ডি কক ও ডুসেন ২২ গজে আধিপত্য বিস্তার করে খেলেন। দুজনের জুটি ভাঙে ডেথ ওভারের আগের শেষ বলে। ১০৩ বলে সেঞ্চুরি করা ডি কক থামেন ১১৪ রানে। ১১৬ বলে ১০ চার ও ৩ ছয়ের ইনিংস খেলে টিম সাউদির শিকার হন তিনি।
ডেথ ওভারে ডুসেনের সঙ্গে তাণ্ডব চালান ডেভিড মিলার। ৪৩ বলে ৭৮ রানের জুটি গড়েন তারা। ডুসেন এই আসরের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান। তাকেও থামান সাউদি। ১১৮ বলে ৯ চার ও ৫ ছয়ে ১৩৩ রান করে ৪৮তম ওভারে ফিরে যান ডুসেন।
জিমি নিশাম ইনিংসের এক বল বাকি থাকতে মিলারকে ড্যারিল মিচেলের ক্যাচ বানান। ৩০ বলে ২ চার ও ৪ ছয়ে ৫৩ রান করেন প্রোটিয়া ব্যাটার। আইনরিখ ক্লাসেন ৭ বলে একটি করে চার ও ছয়ে ১৫ রানে অপরাজিত ছিলেন। শেষ বলে ক্রিজে নেমে ছক্কা মারেন এইডেন মারক্রাম।
রেকর্ড গড়ার ব্যাপার থাকলেও নিউজিল্যান্ড প্রেরণা নিতে পারে আগের ম্যাচ থেকে। অস্ট্রেলিয়ার ৩৮৮ রানের জবাবে তারা অবিশ্বাস্য লড়াই করেছিল। শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ৫ রানে হার মানে কিউইরা।
আরও পড়ুন: ভারত বিশ্বকাপে সবার আগে ডি ককের পাঁচশ