সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

নিখোঁজ হওয়ার ছয় দিন পর জানা গেল নুরুজ্জামান ডিবির হাতে গ্রেপ্তার

ডিবি উত্তরা বিভাগের উপকমিশনার মো. আকরামুল হক গণমাধ্যমকে বলেন, নুরুজ্জামান উত্তর খান জামায়াতে ইসলামীর সদস্য

by ঢাকাবার্তা ডেস্ক
নিখোঁজ হওয়ার ছয় দিন পর জানা গেল নুরুজ্জামান ডিবির হাতে গ্রেপ্তার

ঢাকাবার্তা ডেস্ক।।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী নুরুজ্জামান হাওলাদার ওরফে সোহেল (৪০) কর্মস্থলের সামনে থেকে নিখোঁজ হন গত শুক্রবার সন্ধ্যায়। এরপর পরিবার ডিবি অফিস ও বিভিন্ন থানায় খোঁজ নিলেও কোনো তথ্য পায়নি। ছয় দিন পর আজ বৃহস্পতিবার পরিবার জানতে পারে, তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরুজ্জামান ৯/এ ধানমন্ডি ইবনে সিনা ডি ল্যাবে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে চাকরি করেন।

পরিবার জানায়, ১৩ অক্টোবর সন্ধ্যায় হাসপাতাল থেকে বের হওয়ার পর নুরুজ্জামান আর বাড়ি ফেরেনি। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে তাঁরা জানতে পেরেছেন, সেদিন কর্মস্থলের বাইরের ডিবি পুলিশ পরিচয়ে তাঁকে কয়েকজন তুলে নেয়। তবে ডিবি পুলিশ জানিয়েছে, উত্তরা পশ্চিম থানার ভাঙচুরের একটি মামলায় গতকাল বুধবার ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

নুরুজ্জামানের স্ত্রী দিপা আক্তার গতকাল বিকেলে গণমাধ্যমকে বলেন, ডিবি পরিচয়ে তাঁর স্বামীকে তুলে নেওয়ার পর ডিবি অফিস ও বিভিন্ন থানায় খোঁজ নিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে আটক করার কথা অস্বীকার করেন। এরপর উদ্বেগ–উৎকণ্ঠার মধ্যে তাঁদের দিন কাটছিল। আজ বৃহস্পতিবার বিকেলে আদালত থেকে তাঁকে ফোন করে বলা হয়, নুরুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে। এরপর তিনি স্বামীর অবস্থান নিশ্চিত হন।

গতকাল রাতে যোগাযোগ করা হলে ডিবি উত্তরা বিভাগের উপকমিশনার মো. আকরামুল হক গণমাধ্যমকে বলেন, নুরুজ্জামান উত্তর খান জামায়াতে ইসলামীর সদস্য। গত ২৯ জুলাই ভাঙচুরের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। নুরুজ্জামান ওই ভাঙচুরে জড়িত থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

 

আরও পড়ুনঃ দাউদকান্দিতে বাস-অটোরিক্সার সংঘর্ষে একই পরিবারের ৩ নারী নিহত, আহত ৩০

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net