মোত্তাকিন মুন।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে মনোনীত প্রার্থী বাংলাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বলিয়াদীর জমিদার পরিবারের কর্ণধার চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী আজ বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বরাবর একটি চিঠি লিখেন। সেই চিঠিতে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দীকী নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ তুলেন।

নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ করে পিটার হাসের কাছে চিঠি
চিঠিতে তিনি বলেন ‘জেফারসোনিয়ান গণতান্ত্রিক চেতনায় আমি আপনাকে জানাতে চাই যে গাজীপুর এক আসনের সরকারদলীয় সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইন ভঙ্গ করেছেন। কিন্তু নির্বাচনের পাহারাদার নির্বাচন কমিশন এই আইন ভঙ্গ নিয়ে চুপ রয়েছেন, সংবাদ মাধ্যমও কোনো পদক্ষেপ নেননি।’
‘বাংলাদেশের নির্বাচন কমিশনের ১২ তম আইনের ধারায় উল্লেখ রয়েছে ‘কোনো দল ও প্রার্থী নির্বাচনের ২১ দিন আগে নির্বাচনী প্রচার শুরু করবে। তার আগে নয়। নির্বাচনের ২১ দিন আগে অর্থাৎ ১৮ ডিসেম্বরের আগে নির্বাচনী প্রচার শুরু হবেনা। কিন্তু গাজীপুর ১ আসনের সরকারদলীয় মন্ত্রী ও প্রার্থী এ কে এম মোজাম্মেল হক গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার এক নম্বর ওয়ার্ডে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং পুরো গাজীপুর জুড়ে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী সম্পূর্ণ বেআইনি’।
চিঠিতে তিনি আরও যোগ করেন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এ নিয়ে অভিযোগ করলেও তিনি চুপ রয়েছেন। সরকারদলীয় আওয়ামী লীগের মাননীয় মন্ত্রী ছাড়াও, একই দলের বিদ্রোহী ও দ্বাদশ জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল করিম রাসেলও একাধিকবার নির্বাচনী আইন ভঙ্গ করেছে।’

‘আমি গণতন্ত্রে বিশ্বাস করে নির্বাচন সুষ্ঠু হবার সামান্য আশা নিয়ে দ্বাদশ নির্বাচনে প্রার্থী হয়েছি। ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু তার কোনো প্রমাণ আমরা দেখিনি।’
‘আমি গণতন্ত্রে বিশ্বাস করে নির্বাচন সুষ্ঠু হবার সামান্য আশা নিয়ে দ্বাদশ নির্বাচনে প্রার্থী হয়েছি। ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু তার কোনো প্রমাণ আমরা দেখিনি।’
শেষে তিনি মার্কিন কর্মকর্তাদের এই চিঠির প্রতিবেদনটি টুকে রেখে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহবান করেন।
আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রীর বছরে আয় ৮ কোটি টাকা, নেই ইলেকট্রনিক সামগ্রী