শনিবার, নভেম্বর ৮, ২০২৫

নির্বাচনে একই আসনে লড়বেন জিএম কাদের ও আরাফাত

ঢাকা ১৭ ছাড়াও রংপুর-৩ আসনেও প্রার্থী হয়েছেন জি এম কাদের

by ঢাকাবার্তা ডেস্ক
নির্বাচনে একই আসনে লড়বেন জিএম কাদের ও আরাফাত

রাজনীতি ডেস্ক।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে ঢাকা-১৭ আসনে লড়বেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। একই আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে মোহাম্মদ এ আরাফাতকে।  ঢাকা ১৭ ছাড়াও রংপুর-৩ আসনেও প্রার্থী হয়েছেন জি এম কাদের। এই আসন থেকে একাদশ নির্বাচনে সাদ এরশাদ সংসদ সদস্য হয়েছিলেন।

সোমবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিক দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্টির মহাসচিব মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু মনোনয়ন ঘোষণা করেন। রওশন এরশাদের আসন ফাঁকা রেখে ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাপা।

 

আরও পড়ুন: নির্বাচন বানচালকারীদের মার্কিন ভিসানীতির আওতায় আনার আহ্বান

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net