রাজনীতি ডেস্ক।।
স্বেচ্ছাসেবক লীগের যেকোনও ইউনিটের সম্মেলন, কমিটি গঠন, কমিটি বিলুপ্ত করা থেকে বিরত থাকা এবং ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ডভিত্তিক সদস্যদের নামের তালিকা কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে শনিবার (২১ অক্টোবর) এ নির্দেশনা দেওয়া হয়।
স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজের সই করা এ-সংক্রান্ত চিঠি স্বেচ্ছাসেবক লীগের জেলা ও মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের প্রিয় সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করেছে। আপনারাও নিজ নিজ ইউনিটকে শক্তিশালী ও বেগবান করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বলা হয়, গত ২০ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালু রহমান বাবু জাতীয় নির্বাচনের আগে কোনও ইউনিটের সম্মেলন/কমিটি গঠন/কমিটি বিলুপ্ত না করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি ইউনিয়ন/পৌরসভার অন্তর্গত ওয়ার্ড থেকে ১০০ সদস্যের একটি নামের তালিকা উপজেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে দফতরে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনঃ রাজপথে অতন্দ্র প্রহরায় থাকবে যুব মহিলা লীগ: তথ্যমন্ত্রী