সোমবার, মার্চ ১৭, ২০২৫

নিশ্চিত হলো রাফসানের বিবাহ বিচ্ছেদ

উপস্থাপক রাফসান সাবাব তিন বছর আগে সানিয়া এশা নামে এক চিকিৎসককে বিয়ে করেন। সম্প্রতি এই উপস্থাপকের সংসার ভেঙেছে

by ঢাকাবার্তা ডেস্ক
নিশ্চিত হলো রাফসানের বিবাহ বিচ্ছেদ

বিনোদন ডেস্ক।।

উপস্থাপক রাফসান সাবাব তিন বছর আগে সানিয়া এশা নামে এক চিকিৎসককে বিয়ে করেন। সম্প্রতি এই উপস্থাপকের সংসার ভেঙেছে। সাবাব সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিচ্ছেদের মাধ্যমে সাবাব-সানিয়ার ৩ বছরের সম্পর্কের ইতি ঘটলো। স্ট্যাটাসে রাফসান লেখেন, ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি।

 

বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ ছিল না। কিন্তু অনেক চিন্তা-ভাবনার পরে দু’জনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক। এরপর সবার উদ্দেশ্যে তিনি লেখেন, আপনারা যদি এই বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায়  রাখেন তাহলে কৃতজ্ঞ থাকবো। ২০১৭ সলে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে কাজ শুরু করেন রাফসান।

 

তারপর কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এর পরে রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের শো। সেটি দর্শকপ্রিয় হয়। সবশেষে তিনি লঞ্চ করেন ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’। এ ছাড়াও দেশের টেলিভিশন মাধ্যমেও উপস্থাপনা করছেন তিনি নিয়মিত।

 

আরও পড়ুন: ‘মুজিব’র দীর্ঘ ভ্রমণ শেষে ‘নীলচক্র’

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net