খেলা ডেস্ক।।
আম্পায়ারের সমালোচনা করে নিষিদ্ধ হওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাকে অধিনায়ক করেই বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে, এক বছর পর এসেছেন ওপেনার আভিস্কা ফার্নান্ডো। দলে নেই পাতুম নিশাঙ্কা। দলের সহ-অধিনায়ক হিসেবে আছেন চারিত আসালাঙ্কা, হাসারাঙ্গার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে তিনিই হয়তো অধিনায়কত্ব করবেন। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সমালোচনা করে দুুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন হাসারাঙ্গা। আগামী ৪ ও ৬ মার্চ সিলেটে সিরিজের প্রথম দুই ম্যাচে তাঁকে পাবে না শ্রীলঙ্কা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ভ্যান্ডারসেকে দলে ফেরানোর কারণ হতে পারে এটিই। ৩৪ বছর বয়সী এ লেগ স্পিনার অবশ্য সর্বশেষ দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছেন।
ভ্যান্ডারসের মতো দলে ফিরেছেন আভিস্কাও। সর্বশেষ গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে এ সংস্করণে খেলেছিলেন এখন পর্যন্ত ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান। দলে ফিরেছেন পেসার দুষ্মন্ত চামিরাও। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পাওয়ার পর খেলতে পারেননি টি-টোয়েন্টি সিরিজে।
অন্যদিকে নিশাঙ্কা আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ের চোটে ইনিংসের মাঝপথেই উঠে গিয়েছিলেন। হয়তো এ কারণেই দলে রাখা হয়নি এই ব্যাটসম্যানকে। বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ৯ মার্চ সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামে। ম্যাচ তিনটি হবে ১৩, ১৫ ও ১৮ মার্চ। এরপর প্রথম টেস্টের জন্য আবার সিলেটে ফিরবে দুই দল, যে টেস্টটি শুরু ২২ মার্চ। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
আরও পড়ুন: হাথুরুসিংহের চাওয়া পূরণ করেনি বিসিবি, ব্যাটিং কোচ হেম্প