স্টাফ রিপোর্টার ।।
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী শনিবার (১৩ জুলাই)। ২০২০ সালের এই দিনে চিরবিদায় নেন তিনি। দিনটিকে ঘিরে নানা আয়োজন করেছে দৈনিক যুগান্তর, যমুনা টিভি ও যমুনা গ্রুপ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টায় যুগান্তর কার্যালয়ের হলরুমে পবিত্র কুরআন খতম, সকাল ৯টায় বনানী কবরস্থানে কবর জিয়ারত, বেলা ১১টায় যুগান্তর কার্যালয়ে প্রয়াত চেয়ারম্যানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা। এছাড়া দুপুর ১২টায় করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন।
দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলাম বাবুল ছিলেন একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। স্বাধীন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের আলোচিত ও উজ্জ্বল মুখ তিনি।
১৯৭৪ সালে তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। এরপর সব বাধা উপেক্ষা করে এগিয়ে যান শিল্প খাতের এই আপসহীন উদ্যোক্তা। মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে ৪২টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।