রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

নেত্রকোনা-১ : মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ঝুমা তালুকদার

সম্প্রতি তিনি দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেন।

by ঢাকাবার্তা
জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার

নেত্রকোনা প্রতিনিধি ।। 

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। আসনটিতে যে ২২ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তাঁদের মধ্যে তিনি ছিলেন একমাত্র নারী। সম্প্রতি তিনি দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেন। তবে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে জান্নাতুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এ ঘোষণা দেন। পরে প্রথম আলোকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোশতাক আহমেদ ওরফে রুহী।

জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার

জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার

দলীয় নেতা-কর্মীরা বলেন, জান্নাতুল ফেরদৌস নেত্রকোনা-১ আসনের তিনবারের সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারের একমাত্র মেয়ে। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক। জান্নাতুল দশম ও একাদশ নির্বাচনেও মনোনয়ন চেয়েছিলেন। এ ছাড়া তিনি উপজেলা পরিষদ নির্বাচনেও নৌকার মনোনয়ন চান। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি গত ৬ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

জান্নাতুল ফেরদৌস বলেন, কর্মী-সমর্থকেরা আশায় ছিলেন। তাঁরা বলছেন নির্বাচন করতে। যেহেতু প্রধানমন্ত্রীও বলে দিয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে দলের কোনো বাধা নেই। তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net