খেলা ডেস্ক।।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস: ৪৯.৪ ওভারে ২৬২ (ভিক্রম ৪, ও’ডাউড ১৬, আকারম্যান ২৯, ডে লেডে ৬, নিদামানুরু ৯, এডওয়ার্ডস ১৬, এঙ্গেলব্রেশট ৭০, ফন বিক ৫৯, মেরওয়া ৭, আরিয়ান ৯*, মেকেরেন ৪; মাদুশানকা ৯.৪-১-৪৯-৪, রাজিথা ৯-০-৫০-৪, কারুনারাত্নে ৯-১-৫৮-০, থিকশানা ১০-০-৪৪-১, হেমান্থা ৮-০-৪২-০, ধানাঞ্জয়া ৪-০-১৩-০)
শ্রীলঙ্কা: ৪৮.২ ওভারে ২৬৩/৫ (নিসানকা ৫৪, পেরেরা ৫, মেন্ডিস ১১, সামারাউইক্রামা ৯১*, আসালাঙ্কা ৪৪, ধানাঞ্জয়া ৩০, হেমান্থা; আরিয়ান ১০-০-৪৪-৩, ফন বিক ১০-০-৫৭-০, মেকেরেন ৮-১-৩৯-১, ডে লেডে ৩-০-২৯-০, মেরওয়া ৯-০-৪২-০, আকারম্যান ৮.২-০-৩৯-১)
ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাদিরা সামারাউইক্রামা
সাইব্রান্ড এঙ্গেলব্রেশট, লোগান ফন বিকের রেকর্ড জুটির পরও তেমন বড় হলো না নেদারল্যান্ডসের পুঁজি। বোলাররাও পারলেন না চ্যালেঞ্জ জানাতে। পাথুম নিসানকার ফিফটি, সাদিরা সামারাউইক্রামার নব্বই ছোঁয়া ইনিংসে বিশ্বকাপে জয়ের খাতা খুলল শ্রীলঙ্কা।
লক্ষ্ণৌতে শনিবার নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ২৬৩ রানের লক্ষ্য ১০ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে তারা।
টানা তিন পরাজয়ে আসর শুরুর পর চতুর্থ ম্যাচে এসে শ্রীলঙ্কা পেল জয়ের স্বাদ। সমান ম্যাচে নেদারল্যান্ডসের এটি তৃতীয় পরাজয়।
শ্রীলঙ্কার জয়ে বড় অবদান সামারাউইক্রামার। স্রেফ ৯ রানের জন্য চলতি আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করতে পারেননি তিনি। তবে ১০৭ বলে ৭ চারে অপরাজিত ৯১ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার ওঠে এই মিডল-অর্ডার ব্যাটসম্যানের হাতে।
রান তাড়ায় শুরুতেই ফেরেন কুসাল পেরেরা। অধিনায়ক কুসাল মেন্ডিসও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে দলের ওপর চাপ পড়তে দেননি নিসানকা। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তিনি।
চলতি বিশ্বকাপে টানা তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৯ চারে ৫২ বলে ৫৪ রান করেন লঙ্কান ওপেনার। দলকে একশ পার করিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন তিনি।
চতুর্থ উইকেট জুটিতে ৭৭ রান যোগ করেন চারিথ আসালাঙ্কা ও সামারাউইক্রামা। ৬ রানের জন্য ফিফটি করতে পারেননি আসালাঙ্কা। ৬৬ বলের ইনিংসে ২ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন বাঁহাতি ব্যাটসম্যান।
একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকা সামারাউইক্রামা ৫৩ বলে করেন ফিফটি। ধানাঞ্জয়া ডি সিলভার সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন ৭৬ রানের জুটি। জয়ের জন্য ৬ রান বাকি থাকতে ধানাঞ্জয়া ফিরলেও কাজ শেষ করে আসেন সামারাউইক্রামা।
ম্যাচের প্রথম ভাগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেদারল্যান্ডস। স্রেফ ৯১ রানে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে চাপ সামাল দেন ফন বিক, এঙ্গেলব্রেশট।
দুজনের জুটিতে আসে ১৩০ রান। বিশ্বকাপে সপ্তম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা এঙ্গেলব্রেশট নিজের তৃতীয় ম্যাচে খেলেন ৭০ রানের ইনিংস। ৮২ বলে ৪টি চারের সঙ্গে তিনি মারেন ১টি ছক্কা।
পরে দলকে আড়াইশ পার করিয়ে ফেরেন পেস অলরাউন্ডার ফন বিক। তার ব্যাট থেকে আসে ৭৫ বলে ৫৯ রান। একটি করে চার-ছক্কা মারেন তিনি।
পুরো ইনিংসে অতিরিক্ত থেকে ৩৩ রান পায় নেদারল্যান্ডস। বিশ্বকাপে শ্রীলঙ্কার বোলারদের সর্বোচ্চ অতিরিক্ত রান খরচের রেকর্ড এটি। তবে ব্যাটসম্যানদের কল্যাণে এর বড় মাশুল দিতে হয়নি তাদের।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫০ রানে ৪ উইকেট নেন কাসুন রাজিথা। প্রথম ৪ উইকেট পাওয়া দিলশান মাদুশানকা খরচ ৪৯ রান।
আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ/ ক্লাসেন ঝড়ে ইংল্যান্ডকে ৪০০ রানের টার্গেট দিলো দক্ষিণ আফ্রিকা