খেলা ডেস্ক।।
নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারালো আফগানিস্তান। এতে সেমিফাইনালে খেলার আশা বাড়লো রশিদ-নবীদের। লখনৌয়ে ১৮ ওভার বাকি রেখেই ১৮০ রানের টার্গেট পেরিয়ে যায় আফগানরা। অর্ধশতক হাঁকান রহমত শাহ (৫২) ও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি (৫৬*)। আসরে এ নিয়ে চার ম্যাচ জিতলো আফগানিস্তান। দুই ম্যাচ বাকি রেখে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এলো তারা।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও ডাচদের গতি-প্রকৃতি ছিল অনেকটা আজকের মতো। সেদিন শুরুতে টাইগাররা নিয়মিত উইকেট নিয়ে ডাচদের চাপে ফেললেও শেষ পর্যন্ত লাগাম শক্ত রাখতে ব্যর্থ হয়। এতে ২৩০ রানের পুঁজি পেয়ে যায় নেদারল্যান্ডস। আর শেষ পর্যন্ত ডাচরা জয়ও পেয়ে গিয়েছিল হেসেখেলেই। আফগানিস্তানের বিপক্ষেও শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে নেদারল্যান্ডস।
তবে বাংলাদেশের মতো ভুল করেনি আফগানরা। শেষ পর্যন্ত চাপ ধরে রেখে তারা ১৭৯ রানে গুঁড়িয়ে দেয় নেদারল্যান্ডসের ইনিংস। সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্রান্ড এঙ্গেলব্রেখট। ওপেনার ম্যাক্স ও’ডাউড করেন ৪২ রান।
১১.২তম ওভার শেষে ৭৩/১ সংগ্রহ নিয়ে বড় পুঁজির আশায় ছিল ডাচরা। কিন্তু পরের ২৪ রানে চার উইকেট খুইয়ে সম্ভাবনা নস্যাত হয় তাদের। এদিন রান আউট হন নেদারল্যান্ডসের চার ব্যাটসম্যান। অফস্পিনার মোহাম্মদ নবী নেন তিন উইকেট। ইনিংসে দুই উইকেট নেন লেগস্পিনার নুর আহমেদ। আরেক স্পিনার মুজিব উর রহমান নেন এক উইকেট। চার স্পিনার নিয়ে খেলতে নামা আফগানিস্তানের উইকেটহীন থাকেন কেবল রশিদ খান।
আরও পড়ুন: আইপিএলে ৫৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরব!