নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড আবার ব্যাট হাতে দাপট দেখালো। উইল ইয়াং, রাচিন রবীন্দ্র ও টম ল্যাথামের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২২ রানের বড় সংগ্রহ করেছে তারা।
হাফ সেঞ্চুরি চারটি হতে পারতো। ড্যারিল মিচেল (৪৮) অল্পের জন্য ব্যর্থ হন। টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি করে ৬৭ রান। ডেভন কনওয়েকে (৩২) থামান রুলফ ফন ডার মারউই।
ওপেনার ইয়াংয়ের সঙ্গে রাচিনের জুটি ছিল ৭৭ রানের। ইয়াং ৮০ বলে ৭ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৭০ রানে আউট হন।
মিচেলকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি রাচিন। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ৫১ রান করে আউট হন। ল্যাথাম ও মিচেলের ৫৩ রানের জুটি ভাঙতে ছোটখাটো ধস নামে। ১৬ রানের ব্যবধানে তিন উইকেট পড়ে যায়।
ল্যাথাম শেষের আগের ওভারে ৫৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। মিচেল স্যান্টনার ১৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৬ রানের ক্যামিও ইনিংস খেলে স্কোর তিনশ পার করেন।
নেদারল্যান্ডসের পক্ষে আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ফন ডার মারউই দুটি করে উইকেট নেন।
আরও পড়ুনঃ বাংলাদেশের বিপক্ষে স্টোকসের খেলার সম্ভাবনা ক্ষীণ: বাটলার