য়ানডে বিশ্বকাপের এবারের আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। ব্যাটিংয়ে নেমেই পাকিস্তান প্রথম পাওয়ার প্লেতেই ধ্বস নামে। একে একে ফখর জামান, বাবর আজম, ইমামুল হককে হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান।
পরবর্তীতে সৌদ শাকিল এবং রিজওয়ানের ব্যাটে চাপ সামলাচ্ছে পাকিস্তান।
শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়েছে।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মাদ নওয়াজ, হাসান আলি, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি।
নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোলেফ ভ্যান ডের মারউই, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।
আরও পড়ুনঃ বিশ্বকাপের সব মাঠে গরমের ভোগান্তি দূর করতে বিনা মূল্যে পানি