রাজনীতি ডেস্ক।।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে নৌকা প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম জমা দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এর আগে শনিবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিন আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন সাকিব। এই তিন আসন হলো- মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০।
রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা-১০ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য বিজিএমইএ-র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। মাগুরা-১ সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর।
আর শালিখা, মহম্মদপুর ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত মাগুরা-২ সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য বীরেন শিকদার।
আরও পড়ুন: রংপুর-৩ আসনের মনোনয়নপত্র নিয়েছেন জিএম কাদের