শনিবার, নভেম্বর ৮, ২০২৫

পঞ্চগড়ে নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম

by ঢাকাবার্তা ডেস্ক
পঞ্চগড়ে নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ

রাজনীতি ডেস্ক।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে নাঈমুজ্জামান ভুইয়া (মুক্তার) কে। এবার তার মনোনয়ন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন। এরপর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। দ্বাদশ জাতীয় নির্বাচনে তারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনেন। মনোনয়ন না পাওয়ায় গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেল থেকেই তাদের সমর্থকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

সংবাদ সম্মেলনে মনোনয়নের বিরোধিতা করে বক্তারা বলেন, দলের দুর্দিনে আমরাই দলের হয়ে কাজ করে আসছি। সব সময় মাঠে কাজ করেছি। কিন্তু নাঈমুজ্জামান মুক্তা কখনোই মাঠে রাজনীতি করেননি। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করতেন। নির্বাচনের কিছুদিন আগে রাজনীতিতে নামেন। ঢাকা থেকে কৌশলে আওয়ামী লীগের সহ-সভাপতি হয়েছেন।

পঞ্চগড়ে নৌকার মনোনয়ন বাতিলের দাবি।। ঢাকাবার্তা ।।

পঞ্চগড়ে নৌকার মনোনয়ন বাতিলের দাবি।। ঢাকাবার্তা ।।

এ সময় বক্তারা আরও বলেন, গত নির্বাচনে মুক্তা নৌকার বিরোধিতা করেছেন। তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সময়ও তিনি বিরোধিতা করে নৌকার বিপক্ষে কাপ পিরিচ মার্কায় প্রার্থী তৈরি করে নির্বাচন করেছিলেন। তার মনোনয়ন প্রত্যাহার করা না হলে কেউ নির্বাচনে যাবে না। মুক্তা একজন হাইব্রিড নেতা। তাই মুক্তার মনোনয়নের বিষয়টি পুনরায় বিবেচনা করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল করে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অবরোধ করেন তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সড়ক অবরোধ করছেন। এতে সড়কে আটকা পড়েছে শতশত যানবাহন।

উল্লেখ, দ্বাদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড় দুটি আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনেন ১৫ জন। এতে পঞ্চগড়-১ আসনে নাঈমুজ্জামান ভুইয়া (মুক্তা) ও পঞ্চগড়-২ আসন থেকে মনোনয়ন দেওয়া হয় বর্তমান রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে।

মনোনয়ন না পাওয়ায় রোববার বিকেল ৫টার পর পঞ্চগড়-ঢাকা মহাসড়ক, তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, এমপি মজাহারুল হক প্রধান ও আটোয়ারী তৌহিদুল ইসলামের কর্মী-সমর্থকরা। এতে রোববার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত তেঁতুলিয়া-পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে আটকা পড়ে শতশত যানবাহন।

 

আরও পড়ুন: কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন এমপি জাফর

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net