৪৬
স্টাফ রিপোর্টার ।।
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
আজ সন্ধ্যায় সংসদ ভবনে সংসদনেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া ২১ অক্টোবর মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ হবে।