রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

পদ্মশ্রী পাচ্ছেন রতন কাহার, বললেন বাদশা প্রসঙ্গে

বাদশার কথায় আবেগতাড়িত রতন কাহার বলেন, ‘বাদশা খুবই ভালো লোক। উনিই আমায় ৫ লাখ টাকা দিয়েছিলেন। গানের জগতে এতদিন আছি, আমার কাছে অনেকেই অনেক কিছু নিয়েছেন, অনেকেই দাম দেননি।

by ঢাকাবার্তা ডেস্ক
পদ্মশ্রী পাচ্ছেন রতন কাহার, বললেন বাদশা প্রসঙ্গে

বিনোদন ডেস্ক।।

ভারত সরকারের পদ্মশ্রী পদক পাচ্ছেন পশ্চিমবঙ্গের লোকশিল্পী রতন কাহার। যিনি মূলত আলোচনার প্রদীপ তলায় আসেন বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়ে র‌্যাপার বাদশা’র ‘গেন্দা ফুল’ গানচিত্রের মাধ্যমে। প্রমাণিত অভিযোগ উঠেছিল, বাদশা তার এই সৃষ্টিতে রতন কাহারের কথা-সুর হুবহু ব্যবহার করেও দেয়নি নাম, নেয়নি অনুমতি। পরে অবশ্য, রতন কাহারকে খুঁজে ক্ষমা চেয়েছেন, দিয়েছেন নাম আর টাকাও।

সেই অবহেলিত কিংবা প্রায় অজানা লোকশিল্পী রতন কাহারকে ভারত সরকার দিচ্ছে পদ্মশ্রী পুরস্কার। যার ঘোষণা হলো গতকালই (২৫ জানুয়ারি)। অনেকেই বিশ্বাস করছেন, ‘গেন্দা ফুল’ বিতর্কের জের ধরেই রতন কাহার এতো বড় স্বীকৃতি পেতে যাচ্ছেন। রতন কাহার বলেন, ‘সত্যি কথা বলতে কি জানেন, আমার কথা কেউ ভাবে না। ভারত সরকার ভেবেছে। জীবনের শেষ পর্যায়ে এসে আমাকে এই সম্মান দেওয়া হচ্ছে, এটা আমার কাছে গর্বের। আমি ধন্য। আমি পুরস্কার নিতে অবশ্যই যাব।’

বাদশার কথায় আবেগতাড়িত রতন কাহার বলেন, ‘বাদশা খুবই ভালো লোক। উনিই আমায় ৫ লাখ টাকা দিয়েছিলেন। গানের জগতে এতদিন আছি, আমার কাছে অনেকেই অনেক কিছু নিয়েছেন, অনেকেই দাম দেননি। আমার গান নিয়েই অনেকে আজ বড় মাপের শিল্পী হয়েছেন। তবে বাদশা সত্যিই অমায়িক। উনি সবটা জেনে পাশে দাঁড়িয়েছিলেন। ওই সময় বিতর্ক হয়েছিল বলেই হয়ত আজ আমার নামটা ছড়িয়েছে। যদিও বাদশার সঙ্গেও আমার বহুদিন যোগাযোগ নেই। যোগাযোগ করতে পারলে ভালো হত। নম্বরটা হারিয়ে ফেলেছি…।’

 

রতন কাহার জানান, তার তিন ছেলে এক মেয়ে। ছেলেদের একজন মাছের আড়তে কাজ করেন। অন্য দুজনের একজন টিকিট বিক্রি করেন, আরেকজন বিয়ে করে ঘরজামাই। আর মেয়ে বাড়িতেই থাকে।

 

আরও পড়ুন: এবার ‘পদ্মশ্রী’ পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net