শুক্রবার, জুলাই ১১, ২০২৫

পশ্চিম তীরে নজিরবিহীন শিশু হত্যা

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক অ্যাডেল খোদর বলেন, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে এ বছর সর্বোচ্চ শিশু হত্যা করা হয়েছে

by ঢাকাবার্তা ডেস্ক
পশ্চিম তীরে নজিরবিহীন শিশু হত্যা

বিদেশ ডেস্ক।।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল আগ্রাসন চালিয়ে নজিরবিহীন শিশু হত্যা করেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইসরায়েল-হামাসের চলমান সংঘাতে শিশুদের ভোগান্তি আড়াল করা উচিত নয় বলে মন্তব্য করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক অ্যাডেল খোদর বলেন, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে এ বছর সর্বোচ্চ শিশু হত্যা করা হয়েছে। এতো পরিমাণ শিশু হত্যা করা হয়েছে, যা ইতিহাসে অভূতপূর্ব। শিশু হত্যার পরিমাণ বলতে গিয়ে তিনি বলেন, গত ১২ সপ্তাহে ৮৩ জন শিশুকে হত্যা করা হয়েছে। যা ২০২২ সালে শিশু হত্যার তুলনায় দুই গুণেরও বেশি। যুদ্ধ আইন প্রয়োগের পরও এই পরিমাণ শিশু হত্যা করা হয়েছে।

ইসরায়েলি আগ্রাসনে আহত শিশুদের কথা বলতে গিয়ে খোদর বলেন, ইসরায়েলিদের আক্রমণে ৫৭৬ জনেরও বেশি শিশু আহত হয়েছে। তাছাড়া অনেক শিশুকেই আটক করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই না, পশ্চিম তীরে অবাধ চলাফেরা ও প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরের শিশুদের বর্তমান অবস্থা তুলে ধরে খোদর বলেন, গাজার শিশুদের বর্তমান অবস্থা পৃথিবী দেখছে। তারা কত অসহায় জীবনযাপন করছে। পশ্চিম তীরের শিশুরা দুঃস্বপ্নের মধ্যে রয়েছে। তারা সব সময় মরণের ভয়ে থাকে। প্রতিটা শিশুই এই অবস্থায় দিন পার করছে।

 

আরও পড়ুন: মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৪ জনের ফাঁসি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net