শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

দ্বিতীয় ম্যাচে দলগত পারফরম্যান্স দেখিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করলো তারা

by ঢাকাবার্তা ডেস্ক
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

খেলা ডেস্ক।।

আগের ম্যাচে নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে দলগত পারফরম্যান্স দেখিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করলো তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০ রানে জিতেছে স্বাগতিকরা।

টসে জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। তাদের সিদ্ধান্ত স্বস্তিদায়ক ছিল না। শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুনের ৩৪ রানের জুটিতে বাংলাদেশের শুরুটা ভালো হয়।

Shamima Sultana and Murshida Khatun added 34 in a quick start, Bangladesh vs Pakistan, 2nd T20I, Chattogram, October 27, 2023

 

শামীমা (১৮) ডায়ানা বেগের কাছে এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। মুর্শিদা ও সোবহানা মোস্তারি একসঙ্গে ২০ রান তুলে থামেন। সোবহানা (১৬) রান আউট হন।  বাংলাদেশ ছোট্ট ধাক্কা খায় ইনিংসের মাঝপথে। ১ উইকেটে ৫৪ রান করা দলটি ৭১ রানে হারায় চতুর্থ উইকেট। মুর্শিদা ২০ রানে উম্মে হানির শিকার হন। অধিনায়ক নিগার সুলতানা ১০ রানে সাদিয়া ইকবালকে ফিরতি ক্যাচ দেন।

তবে রিতু মনিকে নিয়ে স্বর্ণা আক্তার ৩৮ রানের জুটিতে দলে স্বস্তি ফেরান। শেষ দুই ওভারে রিতু ১৯ ও নাহিদা আক্তার ৪ রানে ফিরে যান। স্বর্ণা ইনিংস সেরা ২৭ রানে অপরাজিত ছিলেন। ছয় উইকেটের বিনিময়ে বাংলাদেশ করে ১২০ রান।

Shamima Sultana hit two fours and a six in her attacking knock, Bangladesh vs Pakistan, 2nd T20I, Chattogram, October 27, 2023

১২১ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ দারুণ বোলিংয়ে পাকিস্তানকে চেপে ধরে। নাতালিয়া পারভেজ ডাক মারেন ইনিংসের তৃতীয় বলে। পাওয়ার প্লে শেষ হওয়ার পর সিদ্রা আমিনও (৯) বিদায় নেন। তার সঙ্গে বিসমাহ মারুফ ২৫ রানের জুটি গড়েন। এরপর আর উপযুক্ত কোনও সঙ্গী পাননি পাকিস্তানি অধিনায়ক। ৪৪ বলে ৩০ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি।

May be an image of 3 people

১৪তম ওভারে বিসমাহ আউট হওয়ার পর আরও চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলাররা আরও দুটি উইকেট তুলে নেন। শেষ ওভারে লক্ষ্য বেড়ে ২৫ রান। পারেনি সফরকারীরা। ৭ উইকেটের বিনিময়ে ১০০ রানে থামে তারা। বাংলাদেশ জিতে ২-০ তে এগিয়ে গেলো।

বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ও নাহিদা দুটি করে উইকেট নেন। আগামী রবিবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে বাংলাদেশের মেয়েরা।

 

আরও পড়ুন: নাহিদার ৫ উইকেট, পাকিস্তানকে হারালো বাংলাদেশ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net