সোমবার, মার্চ ১৭, ২০২৫

পাকিস্তানকে হারিয়ে শেষটা রাঙালো ইংল্যান্ড

অন্যদিকে হারতে হারতে ক্লান্ত ইংল্যান্ড টানা দুটি জয়ে বিশ্বকাপ শেষ করলো উচ্ছ্বসিত হৃদয় নিয়ে

by ঢাকাবার্তা ডেস্ক
পাকিস্তানকে হারিয়ে শেষটা রাঙালো ইংল্যান্ড

খেলা ডেস্ক।।

পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় টস জিতে ইংল্যান্ডের ব্যাটিং নেওয়ার পরই। তবুও মাথা উঁচু করে বিদায় নেওয়ার সুযোগ ছিল। সেটা হলো না। তিন থেকে ছয় নম্বর ব্যাটার কেবল লড়াই করতে পেরেছিলেন। অন্যদের অসহায় আত্মসমর্পণে হার মানতে হলো বাবর আজমদের। ৯৩ রানের জয়ে বিশ্বকাপের শেষটা রাঙালো ইংল্যান্ড।

অন্যদিকে হারতে হারতে ক্লান্ত ইংল্যান্ড টানা দুটি জয়ে বিশ্বকাপ শেষ করলো উচ্ছ্বসিত হৃদয় নিয়ে।

Gus Atkinson celebrates after successfully appealing for lbw, England vs Pakistan, Men's ODI World Cup, Kolkata, November 11, 2023

৩৩৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। সেমিফাইনালে উঠতে হলে ৬.৪ ওভারে লক্ষ্য পূরণ করতে হতো, যা একইসঙ্গে হাস্যকর এবং অসম্ভব। শেষ চারের স্বপ্নভাঙার হতাশা নিয়ে ব্যাটিংয়ে নেমে ডেভিড উইলির তোপে পড়ে ১০ রানে দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ফখর জামান বিদায় নেন।

বাবর ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে প্রতিরোধ গড়েছিল পাকিস্তান। কিন্তু ৫১ রানের বেশি করতে পারেননি তারা। বাবর (৩৮) গাস অ্যাটকিনসনের শিকার হন।

Mohammad Rizwan plays a late cut with Jos Buttler also interested, England vs Pakistan, Men's ODI World Cup, Kolkata, November 11, 2023

রিজওয়ান দলগত স্কোর একশ হওয়ার কিছুক্ষণ পরই বিদায় নেন। তারপরই নামে ধস। ৩ উইকেটে ১০০ রান করা দলটি দুইশতে যাওয়ার আগেই ৯ উইকেট হারায়। রিজওয়ান (৩৬) ও সৌদ শাকিল (২৯) দ্রুত ফিরে যাওয়ার পর কেবল আগা সালমান লড়াই করেন। শাহীন শাহ আফ্রিদি (২৫) তার সঙ্গে ৩৬ রানের জুটিতে সঙ্গ দেন।

পরপর দুই ওভারে এই দুই ব্যাটারকে ফেরায় ইংল্যান্ড। আগাকে ৫১ রানে বেন স্টোকসের ক্যাচ বানিয়ে উইলি শততম ওয়ানডে উইকেট নেন।

Ben Stokes swats the ball, England vs Pakistan, World Cup, Kolkata, November 11, 2023

১৯১ রানে ৯ উইকেট পড়ার পর মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ হারের ব্যবধান কমাতে থাকেন। ৪৪তম ওভারে তাদের ৩৫ বলে ৫৩ রানের জুটি ভেঙে দেন ক্রিস ওকস। ২৩ বলে তিনটি করে চার ও ছয়ে ৩৫ রান করে আউট হন হারিস। ১৬ রানে অপরাজিত ছিলেন ওয়াসিম। ২৪৪ রানে অলআউট হয় পাকিস্তান।

ব্যাট হাতে ১৫ রান করার পর ৫৩ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা উইলি।

Mohammad Rizwan takes the catch to dismiss Dawid Malan, England vs Pakistan, Men's ODI World Cup, Kolkata, November 11, 2023

ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর ৮২ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। তৃতীয় ওভারে জীবন পাওয়া মালানকে ১৪তম ওভারে রিজওয়ানের ক্যাচ বানান ইফতিখার আহমেদ। জনি বেয়ারস্টো হাফ সেঞ্চুরি করে বেশিদূর যেতে পারেননি। হারিস রউফের বলে ৫৯ রানে আগার ক্যাচ হন।

তারপর জো রুট ও স্টোকসের ১৩২ রানের জুটিতে বড় স্কোরের ভিত গড়ে ইংল্যান্ড। শাহীনের বলে একবার জীবন পেলেও তারই শিকার হন স্টোকস। ৭৬ বলে ইনিংস সেরা ৮৪ রানে বোল্ড হন তিনি। ইনিংসের তৃতীয় ফিফটি করেন রুট, তাকে ৬০ রানে থামান শাহীন।

হ্যারি ব্রুক ও জস বাটলারের ৪৫ রানের জুটিতে তিনশ পার করে ইংল্যান্ড। তাদের জুটি ভেঙে যায় ৪৭তম ওভারে। ব্রুক ১৭ বলে দুটি করে চার ও ছয়ে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন। বাটলার ২৭ রানে পরের ওভারে রানআউট হন।

Babar Azam and Mohammad Rizwan batting together for the last time at the 2023 ODI World Cup, England vs Pakistan, Men's ODI World Cup, Kolkata, November 11, 2023

শেষ দিকে আগ্রাসী খেলতে গিয়ে দ্রুত উইকেট হারায় ইংল্যান্ড। শেষ চার ওভারে ৩৪ রানেরর ব্যবধানে পাঁচ উইকেট পড়ে যায় তাদের। ওয়াসিমের টানা দুই ওভারে তিন ব্যাটার ফিরে যান, যার মধ্যে হারিস নেন অন্য দুটি উইকেট। দলগত পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ড ৯ উইকেটে করে ৩৩৭ রান।

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫৩৩ রান দেওয়ার অযাচিত রেকর্ড গড়েছেন হারিস। পেছনে ফেলেছেন ২০১৯ সালে ৫২৬ রান দেওয়া ইংলিশ স্পিনার আদিল রশিদকে।

 

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে তিন ফিফটিতে ইংল্যান্ডের ৩৩৭ রান

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net