শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের জয়ের নায়ক ইব্রাহিম

বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেলেন এই আফগান ওপেনার।

by ঢাকাবার্তা ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের জয়ের নায়ক ইব্রাহিম

খেলা ডেস্ক।।

বোলাররা লক্ষ্যটা আফগানিস্তানের নাগালেই রেখেছিলেন। তবে এরপরও কাজটা খুব সহজ ছিল না। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের জন্য টপ অর্ডারের ব্যাটসম্যানদের কাঁধে ছিল বাড়তি দায়িত্ব। সেটা দারুণভাবেই মিটিয়েছেন তারা। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়েই বিশ্বকাপে আরেকটি চমক জাগানো জয় পেয়েছে আফগানিস্তান।

৮ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান ইব্রাহিম জাদরানের। এর স্বীকৃতি হিসেবে তিনি জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার, ওয়ানডেতে চতুর্থবার ও বিশ্বকাপে প্রথম। ১০ চারে ১১৩ বলে এই ওপেনার খেলেছেন ৮৭ রানের ঝকঝকে ইনিংস।

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের জয় খরা কাটায় আফগানিস্তান। এক ম্যাচ পর আরেকটি জয় পেল জোনাথান ট্রটের দল। চেন্নাইয়ে এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে পাকিস্তানের ২৮২ রান ৬ বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা।

রান তাড়ায় রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে আফগানিস্তানকে ভালো শুরু এনে দেন ইব্রাহিম। ৪৭ বলে আসে দল ও উদ্বোধনী জুটির পঞ্চাশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তান করে ৬০ রান।

আট চারে ৫৪ বলে ইব্রাহিম স্পর্শ করেন পঞ্চাশ। জুটির একশ হয় ৯৪ বলে। পঞ্চাশ ছুঁয়ে গুরবাজ আউট হলে ভাঙে ১৩০ রানের জুটি।

দ্বিতীয় উইকেটে রেহমাত শাহর সঙ্গে ৬০ রানের আরেকটি চমৎকার জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান ইব্রাহিম। সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। হাসান আলির অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে ফেরেন এই ওপেনার।

ততক্ষণ ম্যাচ অনেকটাই চলে যায় আফগানিস্তানের মুঠোয়। ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকিটা সারেন রেহমাত ও অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

 

আরও পড়ুনঃ আফগানিস্তান এই মুহূর্তের জন্য ১০-১২ বছর ধরে অপেক্ষায় ছিল

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net