সোমবার, মার্চ ১৭, ২০২৫

পাকিস্তানের বিপক্ষে তিন ফিফটিতে ইংল্যান্ডের ৩৩৭ রান

জনি বেয়ারস্টো হাফ সেঞ্চুরি করে বেশিদূর যেতে পারেননি। হারিস রউফের বলে ৫৯ রানে আগা সালমানের ক্যাচ হন

by ঢাকাবার্তা ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে তিন ফিফটিতে ইংল্যান্ডের ৩৩৭ রান

খেলা ডেস্ক।।

ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর ৮২ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে ইংল্যান্ড। তৃতীয় ওভারে জীবন পাওয়া মালানকে ১৪তম ওভারে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানান ইফতিখার আহমেদ। জনি বেয়ারস্টো হাফ সেঞ্চুরি করে বেশিদূর যেতে পারেননি। হারিস রউফের বলে ৫৯ রানে আগা সালমানের ক্যাচ হন।

Joe Root and Ben Stokes put on 132 in 131 balls for the third wicket, England vs Pakistan, Men's ODI World Cup, Kolkata, November 11, 2023

তারপর জো রুট ও বেন স্টোকসের ১৩২ রানের জুটিতে বড় স্কোরের ভিত গড়ে ইংল্যান্ড। শাহীন শাহ আফ্রিদির বলে একবার জীবন পেলেও তারই শিকার হন স্টোকস। ৭৬ বলে ইনিংস সেরা ৮৪ রানে বোল্ড হন তিনি। শাহীনের বলেই রুট ৬০ রানে থামেন। হ্যারি ব্রুক ও জস বাটলারের ৪৫ রানের জুটিতে তিনশ পার করে ইংল্যান্ড। তাদের জুটি ভেঙে যায় ৪৭তম ওভারে। ব্রুক ১৭ বলে দুটি করে চার ও ছয়ে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন। বাটলার ২৭ রানে পরের ওভারে রানআউট হন।

Dawid Malan and Jonny Bairstow put on a brisk opening stand, England vs Pakistan, Men's ODI World Cup, Kolkata, November 11, 2023

শেষ দিকে আগ্রাসী খেলতে গিয়ে দ্রুত উইকেট হারায় ইংল্যান্ড। শেষ চার ওভারে পাঁচ উইকেট পড়ে যায় তাদের। মোহাম্মদ ওয়াসিম টানা দুই ওভারে তিন ব্যাটারকে ফেরান। হারিস রউফ নেন অন্য দুটি উইকেট। দলগত পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ড ৯ উইকেটে করে ৩৩৭ রান।

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ব্যাট করছে ৩০৭ রানের টার্গেটে, শুরুতেই তাসকিনের আঘাত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net