সকালে টস জিতে ব্যাটিং করতে নামে পাকিস্তান। পাকিস্তানের দুই ওপেনার মিলে দলকে দারুণ শুরু এনে দেন। ইনিংসের ২০তম ওভারে নাহিদা আক্তার সাদাফকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন। সব মিলিয়ে মিরপুরের পীচে আগে ব্যাটিং করতে নেমে ১৬৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজান হক পিংকি মিলে দলকে দুর্দান্ত শুরু এনে দেন। দুজনে মিলে গড়েন ১২৫ রানের রেকর্ড জুটি। ফারজানা পিংকি করেন ৬৪ আর মুর্শিদার ব্যাট থেকে আসে ৫৪ রান। এরপর শেষদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানার ৩৯ রানের জুটিতে ৪.২ ওভার আগেই জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ।
সিরিজ জয়ের লড়াইয়ে পাকিস্তান নারী দলকে ১৬৬ রানে আটকে রেখেছে বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে ২৬ রান খরচায় ৩ উইকেট নেন নাহিদা আক্তার। অন্যদিকে পাকিস্তানের পক্ষে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সিদরা আমিন।
বাংলাদেশ-পাকিস্তান নারী দলের ৩ ম্যাচ সিরিজের অঘোষিত ফাইনাল হচ্ছে আজ। যেখানে এখন পর্যন্ত ১ উইকেট হারিয়ে ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬৫ রান। ফিরে গেছেন ওপেনার সাদাফ শামাস। দলীয় ৬৫ রানে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬১ বলে ৩১ রান।
বাংলাদেশ একাদশে খেলছেন মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।
পাকিস্তান একাদশে খেলেছেন সিদরা আমিন, সাদাফ শামস, মুনিবা আলী, বিসমাহ মারুফ, নিদা দার (অধিনায়ক), উম্মে হানি, আলিয়া রিয়াজ, নাজিহা আলভি, দিয়ানা বেগ, নিশরা সান্ধু ও সাদিয়া ইকবাল।
আরও পড়ুন: শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্য পদ স্থগিত করলো আইসিসি