বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

পাকিস্তানের বিপক্ষে ভারতই চাপে থাকবেঃ হাসান আলি

ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে কখনও জিততে না পারার ব্যর্থতা ঘোচানোর প্রত্যয় পাকিস্তানের এই পেসারের।

by ঢাকাবার্তা ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে ভারতই চাপে থাকবেঃ হাসান আলি

খেলা ডেস্ক।।

যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে সবসময় ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দেখা যায় বাড়তি উত্তেজনা। এবারের বিশ্বকাপ ভারতের মাঠে হওয়ায় দুই প্রতিবেশি দেশের লড়াই নিয়ে আলোচনার মাত্রাও চরমে। মাঠের লড়াইয়ে দুই দলের খেলোয়াড়দের স্নায়ুর চাপ পেয়ে বসাও অস্বাভাবিক নয়। তবে পাকিস্তানের পেসার হাসান আলির মতে, বেশি চাপে থাকবে রোহিত শার্মার দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

আসরে দুই দলই জিতেছে নিজেদের প্রথম দুই ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপ সামলে দারুণ জয়ের পর আফগানিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। আর নেদারল্যান্ডসকে হারিয়ে যাত্রা শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ৩৪৪ রান তাড়া করে জিতেছে পাকিস্তান।

ভালো শুরুর পর এবার ভারতকে হারানোর স্বপ্নে মাঠে নামছে পাকিস্তান দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ের আগের দিন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসান আলির কণ্ঠে মিশে রইল বাড়তি রোমাঞ্চের ছোঁয়া।

“(ক্রীড়াক্ষেত্রে) এটি বিশ্বের সেরা প্রতিদ্বন্দ্বিতা। এরই মধ্যে অনেক ক্রিকেটার বলেছে, সারা বিশ্বের নজর এই ম্যাচের ওপর থাকে। আমাদের দলও এই লড়াই নিয়ে রোমাঞ্চিত। মাঠে এক লাখের বেশি দর্শকের সামনে ম্যাচ খেলার জন্য আমিও রোমাঞ্চিত। ম্যাচটি খেলতে আমরা মুখিয়ে আছি।”

ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড একদমই ভালো নয়। ১৯৯২ সালের আসরে দুই দলের প্রথম সাক্ষাৎ থেকে এখন পর্যন্ত সাত ম্যাচের সব কয়টি জিতেছে ভারত। গত দুই আসরে তো তেমন লড়াইও করতে পারেনি পাকিস্তান।

অতীতের এই পরিসংখ্যান নিয়ে অবশ্য ভাবছেন না হাসান। বরং দুই দলের দ্বৈরথে নতুন গল্প লেখার প্রত্যয় অভিজ্ঞ পেসারের কণ্ঠে। “রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আমরাও ৫০ ওভারের বিশ্বকাপে ভারতকে না হারাতে পারার এই ধারা ভাঙার জন্য উন্মুখ। এই ম্যাচে ভারতই চাপে থাকবে, কারণ তাদের ঘরের মাঠে খেলা এবং তাদের সমর্থনে অনেক দর্শক থাকবে। এমন বড় ম্যাচে সব সময়ই চাপ থাকে। তবে আমরা শুরুতেই মোমেন্টার ধরে ম্যাচ জেতার চেষ্টা করব।”

 

আরও পড়ুনঃ ২০ বছর ক্রিকেট পথচলার ইতি টানলেন কুক

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net