বিদেশ ডেস্ক।।
পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। সঙ্গে সঙ্গে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের ইসলামাবাদ। গতকাল বেলুচিস্তানের পঞ্জগুর শহরে চালানো এ হামলায় দুই শিশু নিহত হয় ও আরও তিনজন আহত হয়েছে বলে পাকিস্তান জানিয়েছে।
ইরান জানিয়েছে, তারা মূলত জইশ আল-আদলের দু’টি ঘাঁটিকে লক্ষ্যস্থল করেছে। কিন্তু পাকিস্তান তা প্রত্যাখ্যান করে এটিকে ‘অবৈধ কাজ’ বলে বর্ণনা করেছে। এ ধরনের পদক্ষেপ ‘গুরুতর পরিণতি ডেকে আনতে পারে’ বলে সতর্কও করেছে তারা। সতর্কতার অংশ হিসেবে ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। একইসঙ্গে ইসলামাবাদে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে দেশটি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বেলুচ এ তথ্য নিশ্চিত করেছেন।
মুমতাজ জাহরা বেলুচ বলেন, ইরান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ ছাড়া পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে তেহরান সফর করছেন তিনি আপাতত আর ফিরে নাও আসতে পারেন। অপরদিকে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় ইরানের সঙ্গে চলমান বা নির্ধারিত সমস্ত উচ্চ-পর্যায়ের সফর স্থগিত করা হয়েছে বলেও জানান মুমতাজ জাহরা বেলুচ।
আরও পড়ুন: মুদ্রাস্ফীতিতে বিধ্বস্ত পাকিস্তান, লাহোরে ডিমের দাম প্রতি ডজন ৪০০ রুপি