শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে ইমরান খানের পিটিআই!

ইমরান খান, আরিফ আলভি এবং কাসিম সুরির বিরুদ্ধে সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশদ্রোহের মামলা করা হবে বলে জানালেন পাক তথ্যমন্ত্রী।

by ঢাকাবার্তা
ইমরান খান

ঢাকাবার্তা ডেস্ক ।। 

সোমবার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ঘোষণা দিয়েছেন যে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করা হবে। এছাড়াও, পিটিআই নেতা ইমরান খান, আরিফ আলভি এবং কাসিম সুরির বিরুদ্ধে সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশদ্রোহের মামলা করা হবে।

মন্ত্রীর মতে, ৯ মে’র ঘটনাবলী এবং পিটিআই নেতাদের আইএমএফ-এর সঙ্গে পাকিস্তানের চুক্তি ভঙ্গের চেষ্টার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিটিআই এর উপ-চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশির বিরুদ্ধে ৯ মে’র দাঙ্গার মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং ইমরান খানের গ্রেপ্তারের পর তার সমর্থকদের সামরিক স্থাপনা ধ্বংসের ঘটনায় পিটিআই-এর জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেছেন যে, পিটিআই বিদেশি তহবিল নিয়ে বিচারবিভাগে ব্যর্থ হয়েছে এবং ভারতীয় ও ইসরায়েলি লবির থেকে তহবিল গ্রহণের অভিযোগ রয়েছে।

মন্ত্রী আরও জানান, পিটিআই-এর সাবেক সরকার সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেয়ার অভিযোগে জড়িত ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রাক্তন ডেপুটি স্পিকারের বিরুদ্ধে সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে একটি রেফারেন্স দাখিলের পরিকল্পনা করা হচ্ছে।

আতাউল্লাহ তারার বলেন, পিটিআই এবং পাকিস্তান একসঙ্গে চলতে পারে না, এবং দেশের অগ্রগতির জন্য পিটিআইকে নিষিদ্ধ করা জরুরি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net