শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪

পাকিস্তানে বৃষ্টিতে মৃত্যু ২২

কর্মকর্তারা জানিয়েছেন, কোয়েটা উপত্যকায় প্রায় সারাদিনই ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে সেখানকার প্রধান সড়ক ও রাস্তা পানিতে ডুবে গেছে। শুধু তাই না, অসংখ্য ঘরবাড়িও ভেসে গেছে।

by ঢাকাবার্তা ডেস্ক
Pakistan Heavy Rain

বিদেশ ডেস্ক।।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাসহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে অন্তত ২২ জন মারা গেছেন। ওই এলাকায় আরও প্রাণহানি হতে পারে বলে শনিবার (২৭ এপ্রিল) আশঙ্কা করেছেন আবহাওয়া কর্মকর্তারা। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কোয়েটা উপত্যকায় প্রায় সারাদিনই ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে সেখানকার প্রধান সড়ক ও রাস্তা পানিতে ডুবে গেছে। শুধু তাই না, অসংখ্য ঘরবাড়িও ভেসে গেছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই বৃষ্টিতে ইরান থেকে আসা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী একটি বড় ট্যাংকার উল্টে গেছে। পরে স্রোতের ধাক্কায় ভেসে যায় ট্যাংকারটি। তবে গাড়ির চালক ও অন্য লোকজন নিরাপদ আছেন।

বেলুচিস্তানের বোলান, নরিগজ-মুলা ও অন্যান্য নদী বৃষ্টির পানিতে উপচে গেছে। এসব নদীর অববাহিকা এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছে।

এর আগেও বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়। ওই সময় সেখানকার অনেক বাড়িঘর ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চার দিনে অন্তত ৫৯ জনের প্রাণহানি ঘটেছে।

 

আরও পড়ুন: পাকিস্তানে জনসভা করার আগ্রহ ইরানি প্রেসিডেন্ট রইসির

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net