শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

পাকিস্তান টস জিতে ব্যাটিংয়ে, শুরুতেই ইয়ানসেনের জোড়া আঘাত

২০ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান

by ঢাকাবার্তা ডেস্ক
পাকিস্তান টস জিতে ব্যাটিংয়ে, শুরুতেই ইয়ানসেনের জোড়া আঘাত

খেলা ডেস্ক।।

আব্দুল্লাহ শফিকের পর এবার ইমাম উল হককে ফেরালেন মার্কো ইয়ানসেন। ৭ম ওভারের তৃতীয় বলে প্রোটিয়া পেসারের বল খেলতে গিয়ে হেইনরিখ ক্লাসেনের তালুবন্দি হন পাকিস্তান ওপেনার। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১২ রান করেন ইমাম। ২ উইকেট হারিয়ে ৩৮ রান পাকিস্তানের।

২০ রানে প্রথম উইকেট হারালো পাকিস্তান

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারলো না পাকিস্তান। দলীয় ২০ রানে প্রথম উইকেট হারালো গ্রিন ক্যাপরা। মার্কো ইয়ানসেনের করা ৪.৩ ওভারে ক্যাচ আউট হওয়ার আগে ১৭ বলে ১ বাউন্ডারিতে ৯ রান করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ৫.১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৯ রান পাকিস্তানের।

টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপের ২৬তম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

পাকিস্তান একাদশ 

ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম এবং হারিস রউফ।

দক্ষিণ আফ্রিকা একাদশ 

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মারক্রাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজে , কেশভ মহারাজ, তাবরাইজ শামসি এবং লুঙ্গি এনগিডি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net