শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

পাথিরানার ইনজুরিতে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ম্যাথুজ

গত ১০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধে চোট পান পাথিরানা

by ঢাকাবার্তা ডেস্ক
পাথিরানার ইনজুরিতে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ম্যাথুজ

খেলা ডেস্ক।।

একের পর এক ইনজুরি হানা দেওয়ায় দুষ্মন্ত চামিরার সঙ্গে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুজকে ভারতে ডেকে এনেছিল শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেন এই অলরাউন্ডার। এবার মাথিশা পাথিরানার স্থলাভিষিক্ত হয়ে মূল দলে জায়গা করে নিলেন তিনি।

গত ১০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধে চোট পান পাথিরানা। পরে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস ম্যাচ থেকে বাদ পড়েন।

৩৬ বছর বয়সী ম্যাথুজ সবশেষ ওয়ানডে খেলেন গত জুনে আফগানিস্তানের বিপক্ষে। তিনটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নিয়ে এবার যুক্ত হলেন তিনি। ২০১৫ বিশ্বকাপে তার নেতৃত্বে খেলেছিল শ্রীলঙ্কা।

এর আগে অধিনায়ক দাসুন শানাকা ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান। দ্বিতীয় খেলোয়াড় হিসেব পাথিরানার বিশ্বকাপ শেষ হয়ে গেলো। দলকে নেতৃত্ব দিচ্ছেন কুশল মেন্ডিস। শানাকার স্থলাভিষিক্ত হন চামিকা করুণারত্নে।

 

আরও পড়ুনঃ বাংলাদেশ হারলো বড় ব্যবধানে, সেঞ্চুরি উপহার দিলেন মাহমুদউল্লাহ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net